ইদানিং অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কনসার্ট নিয়ে জোরদার জল্পনা চলছে সর্বত্র। তার কনসার্টের টিকিটের দাম জেনে বিদ্রুপ করছেন অনেকেই। হাজার থেকে লক্ষ টাকা দরে বিক্রি হচ্ছে অরিজিতের কনসার্টের এক একটি টিকিট। টিকিটের দাম জেনেই মাথায় হাত পড়ছিল অরিজিত ফ্যানদের। তবে অরিজিত কিন্তু বরাবর নিজের সাধারণ মানের জীবন যাপনের জন্যই প্রশংসা কুড়িয়েছেন।
অরিজিৎ সিং কতটা মাটির মানুষ তার প্রমাণ আরও একবার মিলল বাংলার প্রখ্যাত গীতিকার এবং পরিচালক কবি শ্রীজাতের (Srijat) কথার মধ্যে। তিনি বলেছেন অরিজিত খ্যাতির শীর্ষে থেকেও দেখিয়ে দিয়েছেন কীভাবে সাধারণ জীবন যাপন করা উচিত। তার এই গুণ সকলেরই শেখা উচিত বলে মনে করেন শ্রীজাত। সম্প্রতি শ্রীজাতর পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’-এর একটি গান গেয়েছেন অরিজিৎ।
এই ছবিতে ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি গেয়েছেন অরিজিৎ সিং। এটাই অরিজিতের গাওয়া প্রথম রামপ্রসাদী গান। গান গাওয়ার জন্য তিনি যে পারিশ্রমিক নিয়েছেন তা সত্যিই চমকে দিচ্ছে। শ্রীজাত সংবাদ মাধ্যমকে বলেছেন অরিজিৎ প্রথমে তার থেকে পারিশ্রমিক নিতেই চাইছিলেন না। জোরাজুরি করাতে তিনি মাত্র ১১ টাকা পারিশ্রমিক চাইলেন।
শ্রীজাতর কথায়, “আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি ও বলল, ‘না আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না’। আমি বলি নিতে তো হবেই ভাই। তখন অরিজিৎ বলল, তুমি আমাকে ১১ টাকা দিয়ে দিও।’ এরপর শ্রীজাত গায়ককে বুঝিয়ে বলেন এই গানটি সোনি এন্টারটেইনমেন্ট কিনে নিচ্ছে। তাদের তো আর বলা যায় না গায়ক মাত্র ১১ টাকা পরিশ্রমিক নিয়েছে।
শ্রীজাতর কথা শুনে অরিজিত উপায় ভেবে বলেন, “আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে।” অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ শ্রীজাত আরও বলেন একবার অরিজিত তার বাড়িতে এসেছিলেন। সেই সময় খুব গরম ছিল, তাই এসি চালাতে যাচ্ছিলেন তিনি। কিন্তু অরিজিত তাকে বারণ করেন।
অরিজিত শ্রীজাতকে বলেন, “এসি চালাচ্ছো কেন? অনেক বিল উঠবে তো! পরিবেশ নষ্ট হবে না?” অবশেষে এসি বন্ধ করে দিলেন অরিজিত নিজেই। তারপর বললেন, “শ্রীজাতদা তুমি কি ছোটবেলায় এসিতে মানুষ হয়েছ? তাহলে এখন কেন এসি লাগছে?” শ্রীজাতর কথায় আরও একবার প্রমাণ হয়ে গেল অরিজিত সিং তারকা হলেও মাটির কতটা কাছাকাছি থাকেন।