চরম সিধান্ত নিল সেন্সর বোর্ড, কাঁচি একাধিক দৃশ্যে, প্রকাশ্যে এল ‘পাঠান’ ছবির সেন্সর রিপোর্ট

শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন এর আসন্ন ছবি ‘পাঠান’ (Pathaan) নিয়ে এখন তোলপাড় চলছে গোটা দেশ জুড়ে। ছবির নাম থেকে শুরু করে ‘বেশরম রং’ গান, দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। ‘পাঠান’র বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের হিন্দু সংগঠনের একাংশ। সেই সঙ্গে মুসলিম উলেমা সংগঠনও শাহরুখের ছবির ঘোর বিরোধিতা করছেন। এমতাবস্থায়ী সেন্সর বোর্ডের তরফ থেকে ‘পাঠানে’র জন্য এল কড়া নির্দেশিকা।

সেন্সর বোর্ডের কর্মকর্তাদের নজরে ‘পাঠানে’ ব্যবহৃত একাধিক সংলাপেও ত্রুটি রয়েছে বলে মনে করা হয়েছে। তাই সেগুলির সংশোধনের নির্দেশিকা এসে পৌঁছেছে কর্মকর্তাদের কাছে। সব মিলিয়ে ছবিতে প্রায় ১০টি দৃশ্য সহ বেশ কিছু সংলাপে পরিবর্তন আনার সুপারিশ পাঠানো হয়েছে। তবে এর মাঝেও প্রশ্ন থেকে যাচ্ছে দীপিকা পাড়ুকোনের যে গেরুয়া বিকিনি নিয়ে বিতর্কের পারদ চড়ছে সেটা আগেও বাদ পড়তে চলেছে কিনা।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের তরফ থেকে ছবিতে কী কী পরিবর্তন করতে হবে সেই সম্পর্কিত একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। ছবির সংলাপ এবং দৃশ্যগুলিতে শালীনতার মাত্রা বাড়ানোর শর্ত রাখা হয়েছে। যেমন ‘লংদে লুল্লে’ থেকে ‘টুটে ফুটে’, ‘মিসেস ভারতমাতা’ থেকে ‘হামারি ভারতমাতা’, এমন কিছু পরিবর্তন আনা হতে চলেছে। যদিও দীপিকার বিকিনির রং বদলাতে হবে কিনা তার উল্লেখ নেই কোথাও।

এরই মধ্যে সোমবার বলিউডের স্বঘোষিত চিত্র সমালোচক কেআরকে ওরফে কামাল আর খান এই রিপোর্ট নিজের টুইটার একাউন্টে তুলে ধরে মন্তব্য করেছেন, “এটা একেবারে নিশ্চিত খবর, ‘পাঠান’ ছবির নাম বদল হচ্ছে। গেরুয়া বিকিনিও আর থাকছে না। নির্মাতারা শেষমেষ ছবির মুক্তির তারিখ বদলে ফেলছেন। মঙ্গলবার অথবা বুধবার এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তারা।”

https://twitter.com/kamaalrkhan/status/1610695323998994438?s=20&t=7bMetVyTdq2n90xjml8-7w

যদিও কামাল আর খানের বক্তব্য কিন্তু মেলেনি। কিছু দৃশ্যের পরিবর্তন করতে বলা হলেও দীপিকার গেরুয়া বিকিনি নিয়ে কোনও আপত্তি জানানো হয়নি। অর্থাৎ সেন্সর বোর্ডের নজরদারির পরেও দীপিকাকে বিকিনিতেই ছবিতে দেখতে পাবেন দর্শকরা। এদিকে একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে, ছবি মুক্তির তারিখ এগিয়ে আসছে, তবুও ছবির ট্রেলার মুক্তির কোনও নামগন্ধ নেই।

অতিষ্ঠ হয়ে শাহরুখ ভক্তরা নিজেরাই নিজেদের মত করে ট্রেলার বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন। কেআরকের কথায় দর্শকদের মধ্যে অস্থিরতা বাড়ছে। খবর রটে গিয়েছিল পাঠানের মুক্তির তারিখ নাকি পিছিয়ে গিয়েছে। তবে এখন শোনা যাচ্ছে আগামী ১০ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখের বহু প্রতীক্ষিত ছবির ট্রেলার। ছবিটি মুক্তি পাবে আগামী ২৬শে জানুয়ারি।