দেখতে দেখতে ২০২২ কে বিদায় জানিয়ে গুটি গুটি পায়ে ২০২৩ এসে হাজির। এই নতুন বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন বাংলা ওয়েব সিরিজের ভক্তরা। কারণ নতুন বছরেরই তো মুক্তি পাওয়ার কথা নতুন পুরনো মিলিয়ে একগুচ্ছ ওয়েব সিরিজের। এর মধ্যে রয়েছে সেরা ৫ টি বাংলা ওয়েব সিরিজ (Upcoming 5 Bengali Web Series) যেগুলো ওটিটির দর্শকরা দেখবেন বলে এক বছর আগে থেকেই অপেক্ষা করছিলেন। এক নজরে দেখে নিন তালিকাটি।
ইন্দু ২ (Indu 2) : ইশা সাহা অভিনীত এই ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল দুই বছর আগে। গতবছর দর্শকরা অধীর আগ্রহে এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু কোনও কারণে দ্বিতীয় সিজনের মুক্তির দিন পিছিয়ে যায়। সিরিজের প্রথম ভাগের দারুণ টান টান রহস্য দর্শকদের আকর্ষণ করেছে। ২০২৩ সালের মাঝামাঝি সময়েই মুক্তি পাবে এই সিরিজ।
আবার প্রলয় (Abar Proloy) : বাংলা ওয়েব সিরিজের মধ্যে প্রলয় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ২০১৩ সালে প্রথমবার বড় পর্দায় মুক্তি পেয়েছিল প্রলয়। এবার রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ মুক্তি পেতে চলেছে জি ফাইভে। এই সিরিজের মুখ্য ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জী, কৌশানী মুখোপাধ্যায়, জুন মালিয়া এবং অন্যান্যরা।
ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Vater Hotel) : কল্লোল লাহিড়ীর লেখা ইন্দুবালা ভাতের হোটেল পাঠক মহলে ভীষণভাবে জনপ্রিয়তা পেয়েছে। এবার সেই উপন্যাস সিরিজের মাধ্যমে ফুটে উঠবে হইচইতে। শুভশ্রী গাঙ্গুলী নাম ভূমিকায় অভিনয় করেছেন এই সিরিজে খুব শীঘ্রই হইচইতে মুক্তি পেতে চলেছে ইন্দুবালা ভাতের হোটেল।
সাবাস ফেলুদা (Sabaas Feluda) : জি ফাইভে অরিন্দম শীলের ফেলুদা সিরিজের নতুন ওয়েব সিরিজ ‘সাবাস ফেলুদা’র জন্য অপেক্ষা করছেন দর্শকরা। গ্যাংটকে গন্ডগোল উপন্যাসের উপর ভিত্তি করে বানানো হয়েছে সিরিজ। নতুন বছরেই মুক্তি পেতে চলেছে এই সিরিজটি।
ছোটলোক (Chotolok) : ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ছোটলোক ওয়েব সিরিজটি মুক্তি পেতে চলেছে জি ফাইভে। এই সিরিজে শ্রীময়ী ধারাবাহিকের জুন আন্টি এবং শ্রীময়ীকে ফের জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে। তাদের সঙ্গে এই সিরিজে রয়েছেন দামিনী বেণী বসু প্রিয়াঙ্কা সরকার এবং অন্যান্যরা।