হাতে নেই কাজ, চিকিৎসার অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হে’ খ্যাত অভিনেতা

হিন্দি টেলিভিশন (Hindi Television) সিরিজের মধ্যে কিছু কিছু সিরিয়াল কার্যত সার্বিকভাবে গোটা দেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে অন্যতম একটি টেলিভিশন শো হল ’ভাবিজি ঘর পর হে’ (Bhabiji Ghar Par Hain) । এই সিরিয়ালের সঙ্গে বহু বছর ধরে যুক্ত ছিলেন ঈশ্বর ঠাকুর (Iswar Thakur)। কিন্তু আজ তার হাতে নেই কোনও কাজ। অর্থের অভাবে তার সংসার চলছে না। এমনকি চিকিৎসার অভাবে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি নিজেই।

কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছে ঈশ্বর ঠাকুরের। করোনার অনেক আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। করোনার পর তার আর্থিক অবস্থার আরও বেশি অবনমন হতে থাকে। ভাবিজি ঘর পার হে ছাড়াও জিজাজি ছাত পার হে, এফ আই আর, মে আই কাম ইন ম্যাডাম ইত্যাদি বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।

বর্তমানে কিডনির সমস্যায় ভীষণভাবে ভুগছেন অভিনেতা। প্রথম প্রথম চিকিৎসা করে সুফল পেলেও এখন টাকার অভাবে চিকিৎসাও বন্ধ হয়ে গিয়েছে। তিনি তার প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করতে পারেন না। দুই পা ফুলে থাকে সবসময়। চরম শারীরিক কষ্টের মধ্যে আর্থিক সমস্যাটাও এখন প্রবলভাবে বেড়েছে। চিকিৎসা করাবেন কি, দুবেলা দুমুঠো খাবারও জুটছে না তার।

অভিনেতা জানিয়েছেন প্রথম প্রথম অবশ্য তার দুর্দশার কথা জেনে স্টুডিও পাড়া থেকে তার বেশ কিছু সহকর্মী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। সেই টাকা দিয়ে তার বেশ সাহায্য হয়েছিল। কিন্তু করোনার পর তারাও মুখ ফিরিয়ে নিয়েছেন। অভিনেতা বলেছেন এখন তার কাছে ডায়পার কেনার জন্যও টাকা নেই। পুরনো কাগজ ব্যবহার করছেন।

চিকিৎসা খরচ যাতে কম হয় তার জন্য আয়ুর্বেদ চিকিৎসার দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু এখন সেই ওষুধটুকু কেনার ক্ষমতা নেই তার। আসলে তাকে ইন্ডাস্ট্রি আর কাজ দিতে চাইছে না। তার শারীরিক অবস্থার কথা শুনেই মুখ ফিরিয়ে নেন পরিচালকরা। তারা ভয় পেয়ে বলেন যদি শুটিং করতে গিয়ে তার কিছু হয়ে যায় তাহলে উল্টে তাদেরকেই দায়ী করা হবে।

ঈশ্বর একা নন, তার মা এবং ভাই দুজনই শারীরিকভাবে অসুস্থ। তার ভাই সিজোফ্রেনিয়া নামের একটি মানসিক রোগে আক্রান্ত। তিনি লোক দেখলে বিরক্ত হন। এমনকি মারধর করতে ছুটে আসেন। ঈশ্বরকে একসময় সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সোনু সুদ, সৌম্য ট্যান্ডন, শুভঙ্গি আত্রে, আসিফ শেইখ, সনদ বর্মা, বিনাইফ কোহলিরা। কিন্তু এখন আর তার সঙ্গে যোগাযোগ রাখেন না কেউ। অসুস্থ মা এবং ভাইকে নিয়ে বড়ই বিপাকে পড়ে গিয়েছেন হিন্দি সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেতা।