অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সাধারণ জীবন যাপন কৌশল বরাবর মুগ্ধ করেছে তার ভক্তদের। তিনি যে এত বড় মাপের শিল্পী তা কখনও তার আচরণে প্রকাশ পায়না। একটা গোটা জেনারেশন শুধু নয়, আবাল-বৃদ্ধ-বনিতা সববয়সী সংগীতপ্রেমীদের অতি পছন্দের গায়ক তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তার প্রচুর খ্যাতি রয়েছে। তবে আজ শুধু তার গান নয়, তার এক একটি কনসার্টের টিকিট মূল্য (Arijit Singh’s Concert Ticket Price) নিয়ে জোরদার আলোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে।
কিছুদিন আগেই কলকাতায় অরিজিৎ সিং এর একটি কনসার্টের টিকিট মূল্য দেখে মাথায় হাত দিয়েছিলেন তার ভক্তরা। আগামী বছর আয়োজিত অরিজিতের ওই কনসার্টে গান শুনতে হলে লক্ষ লক্ষ টাকার টিকিট মূল্য শ্রোতাদের জন্য ধার্য করা হয়। তবে কলকাতার ওই কনসার্টের টিকিট মূল্যকেও ছাপিয়ে গিয়েছে অরিজিতের আরও একটি কনসার্টের টিকিটের মূল্য।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অরিজিৎ সিংয়ের নতুন শোয়ের টিকিটের দাম প্রকাশ্যে এসেছে। সেখানে নাকি টিকিটের সর্বোচ্চ দাম ১৬ লক্ষ টাকা ধার্য করা হয়েছে! এই দাম দেখে তো রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। অবশ্য টিকিটের সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে ৯৯৯ টাকা। তবে যদি সিটে বসে অরিজিতের গান শুনতে চান তাহলে তার জন্য নূন্যতম ৩৯৯৯ টাকা দিতে হবে।
তবে টিকিটের এত বেশি দাম নিয়ে মাতামাতি হলে কি হবে? এখন থেকেই কিন্তু অরিজিতের কনসার্টে টিকিট কেনার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে ক্রেতাদের মধ্যে। আসলে পছন্দের গায়ককে সামনে থেকে দেখে, তার সামনের সিটে বসে গান শোনার মধ্যে আলাদা একটা থ্রিল অনুভব করেন ভক্তরা। তাই যাদের সামর্থ্য আছে তাদের কাছে টিকিটেরই দাম নেহাতই নগণ্য। অরিজিতের মত গায়ককে সামনে থেকে দেখে তার গান শোনার লোভ তাই সামলাতে পারছেন না তার ভক্তরা।
তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু টিকিট মূল্য নিয়ে জোরদার আলোচনা এবং সেই সঙ্গে সমালোচনা চলছে। বিশেষ করে ১৬ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনে তাতে কী কী সুবিধা মিলবে সেই নিয়ে দর্শকদের আগ্রহ প্রবল। যারা ১৬ লক্ষ টাকা দিয়ে টিকিট কিনবেন তারা অন্যদের থেকে অনেক বেশি সুবিধা পাবেন। দর্শকরা এখানে মঞ্চের একদম সামনে থেকে বসে অরিজিতকে দেখার সুযোগ পাবেন। এই টিকিটে আর কী কী সুবিধা থাকছে জানেন?
যারা সর্বোচ্চ মূল্য দিয়ে টিকিট কাটবেন তাদের জন্য খাবার-দাবারের বন্দোবস্ত থাকছে। মেনুতে ৬ রকমের ভেজ এবং ননভেজ স্টার্টার থাকছে, মেইন কোর্সেও ভেজ এবং ননভেজ আইটেম থাকবে, সেই সঙ্গে থাকবে ডেজার্ট এবং রঙিন পানীয়। মাত্র ৪০ জনের জন্য থাকছে এই টিকিটের সুবিধা। আগামী ২৭শে জানুয়ারি পুনেতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে।
এদিকে আগামী বছরের ১৮ই ফেব্রুয়ারি কলকাতাতেও অরিজিতের একটি লাইভ শোয়ের অনুষ্ঠান রয়েছে। যার জন্য আগাম টিকিট বুকিং প্রক্রিয়া শুরু হতেই টিকিটের মূল্য দেখে চোখ কপালে ওঠে ভক্তদের। টিকিটের দাম ২৫০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। যদিও তা পুনের ওই কনসার্টের টিকিটের কাছে কিছুই নয়।