এই বছরের সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে গিয়েছে কপিল শর্মা শোয়ের নতুন সিজন। এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় টেলিভিশনের সিরিজগুলোর মধ্যে কপিল শর্মার এই শো (Kapil Sharma Show) সবথেকে অন্যতম। নতুন এই সিজনে অনেক পুরনো কলাকুশলীদের বাদ দেওয়া হয়েছে। তার বদলে ঠাঁই পেয়েছেন নতুনরা। তবে এই সিজনে কপিল শর্মা (Kapil Sharma Show Members Reneumeration Per Episode) থেকে শুরু করে বাকি তারকাদের পারিশ্রমিক কিন্তু অনেকটাই বেড়েছে। জেনে নিন এই শো থেকে কোন শিল্পী কত আয় করছেন।
কপিল শর্মা (Kapil Sharma) : শোয়ের নাম যেহেতু কপিল শর্মার শো, তিনিই এই শোয়ের সঞ্চালক, কাজেই প্রতিটি এপিসোডের জন্য তার পারিশ্রমিক অন্যদের তুলনায় অনেকটাই বেশি। কপিল শর্মা শোয়ের অন্যান্য পুরনো সিজনগুলোতেও তার পারিশ্রমিক ছিল আকাশছোঁয়া। তবে এই বছর লাখের গণ্ডি পেরিয়ে কোটির ঘরে ঢুকে গিয়েছেন কপিল। শোনা যাচ্ছে এপিসোড পিছু ১ কোটি টাকা বেতন নিচ্ছেন কমেডি কিং।
সিদ্ধার্থ সাগর (Siddharth Sagar) : কপিল শর্মা শোয়ের নতুন মুখ সিদ্ধার্থ সাগর। এই সিজনেই প্রথমবার দেখা গেল তাকে। তিনিও একজন বিশিষ্ট কৌতুকাভিনেতা এবং তার হাস্যকৌতুক ভীষণ পছন্দ করছেন দর্শকরাও। তিনি কিন্তু পুরনো তারকাদের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন। প্রত্যেক পর্বের জন্য তিনি ১১ লক্ষ টাকা করে বেতন নিচ্ছেন।
কিকু সারদা (Kiku Sharda) : কপিল শর্মা শোতে প্রত্যেক সিজনে ভার্সেটাইল চরিত্রে নিজেকে মেলে ধরেছেন কিকু। পুরুষ এবং নারী চরিত্রে মাত্র কয়েক মিনিটের পারফরমেন্সে প্রতিবার দর্শকদের নজর কেড়েছেন তিনি। এই সিজনে ‘গুড়িয়া লন্ড্রিওয়ালি’র চরিত্রে নিজেকে মেলে ধরেছেন কিকু। নতুন সিজনের প্রত্যেক এপিসোডের জন্য তার পরিশ্রমিক ৬ লক্ষ টাকা।
সৃষ্টি রোড (Srishty Rode) : হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৃষ্টিও রয়েছেন এই সিজনে। নতুন এই সিজনে প্রথমবারের জন্য অংশ নিয়েছেন তিনি। তাকে ‘গজল’ চরিত্রে দেখা যাচ্ছে। কপিল শর্মা শোয়ের নতুন সদস্য হলেও তার পারিশ্রমিক কিন্তু নজর কাড়া। প্রত্যেক এপিসোডের জন্য তিনি ৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক নেন।
চন্দন প্রভাকর (Chandan Prabhakar) : পুরনো সদস্যদের মধ্যে কিকু ছাড়া চন্দন প্রভাকরও রয়েছেন নতুন এই সিজনে। তিনি কপিল শর্মার ছোটবেলার বন্ধু। কপিল শর্মা শো-তে কপিলের সঙ্গে সেই প্রথম থেকেই রয়েছেন চন্দন। চা-ওয়ালা চন্দুর ভূমিকার জন্য আগের প্রত্যেকটি সিজনে এপিসোড কিছু ৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। এই সিজনেও তার পারিশ্রমিকের কিছু পরিবর্তন হয়নি।
অর্চনা পূরণ সিং (Archana Puran Singh) : কপিল শর্মা শোয়ের দ্বিতীয় সিজনের মাঝামাঝি সময় থেকে বিশেষ অতিথি আসনে বসেছেন অর্চনা। প্রত্যেক পর্বের জন্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকতে তিনি তিনি ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
সুমনা চক্রবর্তী (Sumona Chakraborty) : এই শোতে অনস্ক্রিন কপিল শর্মার স্ত্রী বিন্দু শর্মার চরিত্রে অভিনয় করেন সুমনা চক্রবর্তী। প্রথম সিজন থেকেই তিনি এই শোয়ের সঙ্গে রয়েছেন। কপিলের সঙ্গে তার খুনসুটি দর্শকরা বেশ পছন্দ করেন। সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেকরা শো ছেড়ে যাওয়ার সময় সুমনাকে নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে এই সিজনেও রয়েছেন সুমনা। এপিসোড পিছু তিনি ৭ লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন এখন।