দিদি নাম্বার ওয়ান নাকি রান্নাঘর, বাংলার সব থেকে পুরনো রিয়েলিটি শো কোনটি

জি বাংলার (Zee Bangla) দুটি রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এবং রান্নাঘর (Rannaghor) বিগত ১০ বছরের বেশি সময় ধরে দর্শকদের বিনোদন যুগিয়ে এসেছে। আর পাঁচটা রিয়েলিটি শোয়ের তুলনায় একেবারেই আলাদা এই দুটি শো। দিদি নাম্বার ওয়ানে বাংলা থেকে মহিলারা এসে তাদের জীবন সংগ্রামের গল্প তুলে ধরতে পারেন সকলের সামনে। অন্যদিকে রান্নাঘরেও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসে তাদের রেসিপি শেয়ার করেন।

বাংলার মহিলা এবং দর্শকদের কাছে এই দুই রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তা অনেক বেশি। জি বাংলা এবং স্টার জলসাতে নাচ গান এবং অন্যান্য গেম শো নিয়ে এর আগেও অনেক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শোয়ের আয়োজন হয়েছে। তবে তা কখনও দিদি নাম্বার ওয়ান কিংবা রান্নাঘরের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি। এই দুটি শোয়ের মধ্যে সবথেকে পুরনো কোনটি জানেন?

DIDI NUMBER ONE

রচনা ব্যানার্জীর সঞ্চালনায় দিদি নাম্বার ওয়ান বিগত প্রায় ১০ বছর ধরে বাংলার দিদিদের কথা বলার সুযোগ করে দিয়েছে। এই রিয়েলিটি শোয়ের শুরুটা হয়েছিল ২০১০ সালে। সেই সময় থেকে আজ পর্যন্ত একের পর সিজন এসেছে, দেখতে দেখতে নবম সিজনে পা রেখেও ফেলেছে রচনার দিদি নাম্বার ওয়ান। কিন্তু আজও এই শোয়ের জনপ্রিয়তা আগের মতই অটুট।

অন্যদিকে রান্নাঘরও বছরের পর বছর ধরে রান্নার রেসিপি শেয়ার করে আসছে। বাংলার ঘরে ঘরে মহিলাদের থেকে নানা অজানা রেসিপি শেখার আঙিনা হয়ে উঠেছে রান্নাঘর। সুদীপা চ্যাটার্জীর সঞ্চালনায় রান্নাঘরে যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ১৭ বছর আগে। হ্যাঁ, রান্নাঘর এবং দিদি নাম্বার ওয়ানের মধ্যে সব থেকে পুরাতন বাংলা রিয়েলিটি শো হল রান্নাঘর।

দেখতে দেখতে ৫০০০ পর্বে পা রাখতে চলেছে জি বাংলার এই কুকিং শো। কাজেই এই মুহূর্তে বাংলার সব থেকে পুরনো রিয়েলিটি শো হিসেবে রান্নাঘরকেই সবার আগে জায়গা ছাড়া ছেড়ে দিতে হয়। রান্নাঘরের পাঁচ হাজার পর্ব পার উপলক্ষে চ্যানেলের তরফ থেকে একটি বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে। রান্নাঘরকে এতদূর পর্যন্ত এগিয়ে আনতে পেরে গর্বিত সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জী।

সুদীপা জানিয়েছেন রান্নাঘর যখন প্রথম শুরু হয়েছিল সেই সময় অনেক প্রতিকূলতা এসেছিল তাদের সামনে। বাড়ি থেকে বটি, কড়াই এবং রান্নার সামগ্রী এনে প্রথম পর্বের শুটিং সারতে হয়েছিল তাদের। তখন রান্নাঘরের বিপরীতে ছিল আরও দুটি হেভি ওয়েটের কুকিং শো, একটির সঞ্চালনা করতেন সুপ্রিয়া দেবী, অন্যটির সঞ্চালিকা ছিলেন প্রয়াত টলিউড অভিনেতা তাপস পালের স্ত্রী। সেখান থেকে রান্নাঘর আজ সফলতার শিখরে উঠতে পেরেছে। সেই সঙ্গে বাংলার প্রথম রিয়েলিটি শো হিসেবে পাঁচ হাজার পর্ব পেরিয়ে মাইলফলকও ছুঁয়ে ফেলল সুদীপার রান্নাঘর।