জি বাংলার (Zee Bangla) ‘করুণাময়ী রানী রাসমণি’ (Korunamoyee Rani Rashmoni) ধারাবাহিক দিয়ে বাংলা টেলিভিশনে (Bengali Telivision) দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) নায়িকা হিসেবে নিজের অভিষেক ঘটান। তবে ইন্ডাস্ট্রিতে তার পদার্পণ ঘটেছিল অনেক ছোট বয়সে। তখন দিতিপ্রিয়া ছিলেন শিশুশিল্পী। তখন থেকেই অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) তার একটা ভাল সম্পর্ক গড়ে উঠেছিল। সেই দিতিপ্রিয়াই এখন চরম বিপদে পড়েছেন। তার জীবনে ঘটে গিয়েছে সর্বনাশ। এই বিপদে তাকে সাহায্য করতে এগিয়ে এলেন শুধু সন্দীপ্তা, আর কেউ নয়।
কথা হচ্ছে সন্দীপ্তা সেন, দিতিপ্রিয়া রায়দের নিয়ে হইচইয়ের আসন্ন নতুন ওয়েব সিরিজ ‘বোধন’ নিয়ে। এই সিরিজে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ্তা এবং দিতিপ্রিয়া। দিতিপ্রিয়া এখানে এক ধর্ষিতা কলেজ ছাত্রীর ভূমিকা অভিনয় করছেন। তার শিক্ষিকার ভূমিকায় রয়েছেন সন্দীপ্তা। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইয়ে দিতিপ্রিয়ার পাশে থাকছেন তিনি। করুণাময়ী রানী রাসমনির পর একসঙ্গে একই প্রজেক্টে এটাই তাদের প্রথম কাজ।
দিতিপ্রিয়ার চরিত্র এক কলেজ ছাত্রী র জীবনে অন্ধকার নেমে আসে যখন ঘটনাচক্রে তিনি ধর্ষিতা হন। এই সময় তার পাশে দাঁড়ানোর মত কেউ থাকে না। কেবল তার কলেজ শিক্ষিকাকেই তিনি তার পাশে পেলেন এবং এরপর এই যুদ্ধে তারা কীভাবে এগোবেন সেই নিয়েই একটা টানটান উত্তেজনা থাকবে গল্পের মধ্যে। লড়াইটা শুধু অন্যায়ের বিরুদ্ধে নয়, কলেজ থেকে শুরু করে সমাজের তরফ থেকে বারবার বাধা আসে। এই সময় তারা পাশে পান চান্দ্রেয়ী ঘোষকে। তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন।
সদ্য মুক্তি পেয়েছে ‘বোধন’ সিরিজের ট্রেলার। আনন্দবাজার অনলাইন এর কাছে সন্দীপ্তা বলেছেন এই সিরিজের বিষয়বস্তুটা তার সবথেকে বেশি ভাল লেগেছে। গল্পে তার চরিত্রের নাম রাকা। রাকা একজন কলেজের প্রফেসর। যে কলেজে তিনি নিজে পড়াশোনা করেছেন, সেই কলেজেরই শিক্ষিকা হয়েছেন রাকা। সেখানে দিতিপ্রিয়ার চরিত্র শিঞ্জিনীর সঙ্গে তার দেখা হয়। দুই নারীর গল্পকে কেন্দ্র করেই এরপর এগোবে ‘বোধন’ সিরিজটি।
এই সিরিজের অংশ হতে পেরে দিতিপ্রিয়া নিজেও ভীষণ খুশি। তার মনে হয়েছে বোধন শুধু একটা গল্প নয়, সমাজের একটা কড়া সত্যি তুলে ধরবে দর্শকদের সামনে। তাছাড়া এই সিরিজের মাধ্যমেই বহু বছর পর আবার সন্দীপ্তার সঙ্গে কাজের সুযোগ পেয়েছেন তিনি। এর জন্য হইচই প্ল্যাটফর্মকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
View this post on Instagram
অন্যদিকে সন্দীপ্তাও দিতিপ্রিয়া প্রসঙ্গে বলতে গিয়ে আনন্দবাজারকে বলেছেন, “আমি আমার কেরিয়ারের প্রথম ধারাবাহিকে দিতিপ্রিয়ার সঙ্গে কাজ করেছিলাম। সেইসময়ে ও খুব ছোট ছিল। দিতিপ্রিয়া এখন বড় আর একজন খুব ভালো আর পরিণত অভিনেত্রী। এতদিন পরে ওর সঙ্গে আবার কাজ করব ভেবেই ভালো লাগছে। এত ভালো একটা কাজের অংশ হতে পেরে ভীষণ ভালো লাগছে”।