কেউ পেরয়নি স্কুলের গন্ডি কেউ যায়নি কলেজ, টলিউড তারকাদের কার শিক্ষাগত যোগ্যতা কত

টলিউড তারকাদের শুধু পর্দার ওপারে দেখেই মন ভরে না ভক্তদের। পর্দার বাইরে তারা কেমন, কিভাবে তাদের দিন কাটে, সে সম্পর্কে জানতে আগ্রহ থাকে সকলেরই। বিশেষত টলি তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে সকলের আগ্রহ থাকে প্রবল। জানেন কি টলিউডের এই তারকারা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? রইল তাদের শিক্ষাগত যোগ্যতা (Tollywood Actors Educational Qualification)।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) : প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের ইন্ডাস্ট্রি হিসেবেই পরিচিত। খুব ছোট বয়সের শিশু শিল্পী হিসেবে টলিউডে তার পথচলা শুরু হয়েছিল। ছোট বয়সে তিনি পড়াশোনাতে দারুণ ভাল ছিলেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও তিনি ভালোভাবেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেছিলেন তিনি।

Prosenjit-Chatterjee-Family-Photos-Father-Wife-Son-Sister-Age-Biography

দেব (Dev) : দেবের আসল নাম দীপক অধিকারী। অভিনয় এবং রাজনীতিতে তার কেরিয়ার বেশ ভাল। পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে তিনি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলেন।

Here is Why Dev Opened his Own Production House Dev Entertainment Ventures

যশ দাশগুপ্ত (Yash Dasgupta) : অভিনয়ের পাশাপাশি রাজনীতির খাতাতেও নাম লেখাতে গিয়েছিলেন যশ। তবে তিনি ব্যর্থ হয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বারংবার লাইম লাইটে চলে আসেন তিনি। যশ কিন্তু পড়াশোনা বেশি দূর এগোতে পারেননি। সিবিএসসি বোর্ড থেকে কোনক্রমে মাধ্যমিক পাশ করেছিলেন এই অভিনেতা।

 

আবির চ্যাটার্জী (Abir Chatterjee) : বাঙালি মহিলাদের হার্টথ্রব হলেন এই অভিনেতা। তার অনেক সুপারহিট ছবি রয়েছে। গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এন্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজ থেকে এমবিএ পাশ করেছিলেন তিনি।

 

জিৎ (Jeet) : এই বাঙালি অভিনেতা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে রাজত্ব করছেন। তার আসল নাম জিতেন্দ্র মদনানি। তিনি অবাঙালি হলেও কিন্তু নিখুঁত বাংলা বলতে পারেন। আসলে তার পরিচয় না জানালে তাকে অবাঙালি বলে কেউ চিনতেই পারবে না। তিনি ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক পাশ করেছিলেন।

 

অঙ্কুশ হাজরা (Ankush Hazra) : টলিউডের সুপারস্টার দের মধ্যে অঙ্কুশও রয়েছেন। তিনিও বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন বাংলাকে। টলিউডে দাপিয়ে অভিনয় করেন অঙ্কুশ। তিনি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে স্নাতক হয়েছিলেন।

Anirban Bhattacharya

অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) : অনির্বাণ ভট্টাচার্যও তার অভিনয় দক্ষতার জন্য কম সময়ের মধ্যেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। নিজে অভিনয় করার পাশাপাশি ওয়েব সিরিজ পরিচালনার কাজেও হাত দিয়েছেন তিনি। সেখানেও তিনি সফল হয়েছেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার নিয়ে স্নাতকোত্তর পাশ করেন।