ইদানিং দক্ষিণী সিনেমার (South Indian Movie) দাপটে বলিউডের (Bollywood) বক্স অফিস রীতিমতো ধুঁকছে। প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষিণের একাধিক সুপারহিট ছবির রিমেক বানাচ্ছে বলিউড। তবে এই দেওয়া-নেওয়া একতরফা নয় মোটেই। ইন্ডাস্ট্রির মধ্যে এমন দেওয়া-নেওয়া চলতেই থাকে। বলিউড থেকেও একাধিক ছবির রিমেক (Bollywood Movie South Indian Remake) বানিয়ে ফেলেছে দক্ষিণের ইন্ডাস্ট্রি। এরমধ্যে রয়েছে কোন কোন সিনেমা? এক নজরে দেখে নিন তালিকা।
মুন্নাভাই এমবিবিএস (Munna Bhai MBBS) : সামাজিক প্রেক্ষাপটের উপর নির্মিত এই কমেডি ড্রামা বলিউডে শোরগোল ফেলে দিয়েছিল। ছবিটি আজ সিনেমাপ্রেমী মানুষের কাছে বেশ জনপ্রিয়। দক্ষিণের ইন্ডাস্ট্রি এই ছবিটিকে চারবার রিমেক করেছে। তেলেগু ভাষায় এই ছবিটিকে ‘শঙ্করদাদা এমবিবিএস’ নামে তৈরি করা হয়েছিল। ‘লাগে রাহো মুন্না ভাই’য়ের তেলেগু রিমেক ছিল শঙ্করদাদা জিন্দাবাদ।
এ ওয়েডনেসডে (A Wednesday) : অনুপাম খের নাসিরুদ্দিন শাহ অভিনীত এই ছবিটিও বক্সঅফিসে দারুণ সাফল্যে পেয়েছিল। এরপর এই ছবির তামিল রিমেক হয়। ছবিটির তামিল রিমেকের নাম ছিল ‘উন্নাইপোল ওরুভাম’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কমল হাসান এবং মোহনলাল।
জলি এলএলবি (Jolly LLB) : আরশাদ ওয়ার্শি বোমান ইরানি অভিনীত এই অসাধারণ কমেডি ড্রামাও বলিউডের হিট মেশিন। ছবিটিকে রিমেক করা হয়েছিল দক্ষিণেও। দক্ষিণে এই ছবিটির রিমেকের নাম রাখা হয়েছিল ‘ম্যানিথানিন’।
থ্রি ইডিয়টস (Three Idiots) : বলিউডের এভারগ্রীন ছবির মধ্যে একটি হয়ে রয়েছে আমির খান, শরমন যোশি এবং আর মাধবন অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ছবিটি। এটি বলিউডের ইতিহাসের অন্যতম সফল ছবি। ছবিটির সাফল্য দেখে দক্ষিণেও এর রিমেক করা হয়। ‘থ্রি ইডিয়টস’ এর রিমেক ‘নাম্বান’ ছবিটি দক্ষিণেও ব্লকবাস্টার হয়েছিল।
ডেলি বেলি (Delhi Belly) : বর্তমান তরুণ প্রজন্মের এই কমেডি বেসড ছবিটি দারুণ পছন্দের ছবি হয়ে উঠেছিল। ছবিটি বক্স অফিস কালেকশন রেখে এর তামিল রিমেক করা হয় যার নাম রাখা হয়েছিল ‘সেতাই’।
লাভ আজকাল (Love Aaj Kal) : সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবিটিও বেশ ভালোই ব্যবসা করেছিল। ছবিটির সাফল্য দেখে তেলেগু ইন্ডাস্ট্রি ‘তিন মার’ নামে বলিউডের ছবিটির রিমেক বানায়।