কাপুর বংশের মেয়ে হয়েও বলিউডের নায়িকা হতে পারলেন না! আজ পস্তাচ্ছেন রণবীরের দিদি

বলিউডের কাপুর বংশের (The Kapoor Family) সদস্যদের প্রায় সকলেই সেলিব্রিটি। পৃথ্বীরাজ কাপুরের বংশধরদের মধ্যে কমবেশি সকলেই বলিউডের নামিদামি তারকা। কাপুর বংশের বর্তমান প্রজন্মের প্রায় সকলেই বলিউডে সুনাম পেয়েছেন। তবে ঋষি কাপুর এবং নিতু কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুর (Ridhima Kapoor) বলিউড (Bollywood) থেকে রয়েছেন দূরে। তাই বলে এই নয় যে তার কাছে অভিনয়ের প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছেন ঋদ্ধিমা।

সেলিব্রিটি বাবা-মায়ের সন্তান ঋদ্ধিমা। কাপুর বংশের বংশধর হওয়ার কারণে বলিউডে তার জন্য প্রবেশের পথ চিরকালই ছিল খোলা। বহু নামিদামী পরিচালকের থেকে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। তবুও কেন বলিউড থেকে দূরে সরে থাকলেন ঋদ্ধিমা? ভাই রণবীর কাপুর, দুই খুড়তুতো বোন করিমা কাপুর এবং করিনা কাপুর,‌ এমনকি ভাইয়ের বউ আলিয়া ভাটও বলিউড তারকা। শুধু ঋদ্ধিমাই নিজেকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখলেন।

বলিউডের পর্দায় কখনও তাকে দেখা না গেলেও মাঝেমধ্যেই পরিবারের সঙ্গে ছবিতে ধরা দেন ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় থাকেন তিনি। নায়িকা না হলেও তার ফ্যান ফলোয়ার্স কিন্তু কিছু কম নয়। তার রূপ-সৌন্দর্য, চেহারার গ্ল্যামার বলিউড ডিভাদের তুলনায় কিছু কম নয়। তার মাধ্যমে দারুণ সুন্দরী অভিনেত্রী পাওয়ার সুযোগ ছিল বলিউডের। কিন্তু ঋদ্ধিমার একটা সিদ্ধান্তের কারণে তা আর হয়ে উঠলো না।

ridhima kapoor

কাপুর বংশের এই রাজকন্যা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন। দেশে ফিরে বাকি সেলেব কিডদের মত ক্যামেরার সামনে দাঁড়াননি তিনি। এর কারণ হিসেবে ঋদ্ধিমা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন‌ যখন তিনি লন্ডনে পড়াশোনা করতেন তখনই তার কাছে অভিনয়ের জন্য অনেক প্রস্তাব আসতো। অনেক নামিদামি পরিচালকই সিনেমাতে তাকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

ঋদ্ধিমা জানিয়েছেন তখন তার বয়স ছিল কম। মাত্র ১৯ বছর বয়সে অভিনয়ে আসতে চাননি তিনি। তাছাড়া তিনি অভিনয় করুন এটা তার মা নিতু কাপুরও চাইতেন না। মা এবং মেয়ে দুজনের অনিচ্ছায় ঋদ্ধিমার আর বলিউডে আসা হল না। পড়াশোনা শেষ করে দেশে ফিরে আসতেই তার বিয়ে হয়ে যায়। এরপর সংসার সামলাতেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি জুয়েলারি ডিজাইনার এবং সফল মহিলা ব্যবসায়ী হিসেবে বেশ সুনাম পেয়েছেন।