৭০-৮০ এর দশকে যারা অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিতে চেয়েছিলেন তাদের মধ্যে বেশির ভাগেরই বলিউডে (Bollywood) ছিল না কোনও গডফাদার। অনেক সংগ্রাম করে তাদের সফল হতে হয়েছে। এদের মধ্যে অনেকেই আছেন যারা সরকারি চাকরির নিশ্চিত জীবনের হাতছানি উপেক্ষা করেই এসেছিলেন ভাগ্য পরীক্ষা করতে। আজকের এই প্রতিবেদনে তেমনই কয়েকজন অভিনেতার উল্লেখ রইল যারা সরকারি চাকরি (Superstar Who Left Government Job For Acting) ছেড়ে বলিউডে এসেছিলেন সুপারস্টার হতে। বলিউড তাদের ফিরিয়ে দেয়নি।
রাজকুমার (Rajkumar) : ৬০ এর দশকে রাজকুমার ছিলেন লেজেন্ডারি অভিনেতা। কোটি কোটি ভক্তদের হৃদয় জয় করেছিলেন তিনি। তবে বলিউডে আসার জন্য তিনি সরকারি চাকরি ছেড়ে দেন। ১৯৫২ সালে মুম্বাইতে সাব-ইন্সপেক্টরের চাকরি ছেড়ে বলিউডে আসেন রাজকুমার। তারপর ক্রমে একের পর এক ছবিতে অভিনয় করতে করতে তিনি হয়ে ওঠেন সুপারস্টার।
দেবানন্দ (Devanand) : বলিউডের এভারগ্রীন হ্যান্ডসাম অভিনেতাদের তালিকায় দেবানন্দের নাম থাকবে সবার উপরের সারিতে। সুদর্শন চেহারা এবং তুখড় অভিনয়গুণে তিনিও বলিউডের সুপারস্টার হয়ে উঠেছিলেন। তবে বলিউডে পা রাখার আগে তিনি মুম্বাই সেন্সর বোর্ডে কেরানীর চাকরী করতেন। তখন তার বেতন ছিল ১৬৫ টাকা। সরকারি চাকরির আরামের জীবন ছেড়ে বলিউডে আসেন দেবানন্দ। বাকিটা ইতিহাস।
রজনীকান্ত (Rajnikant) : দক্ষিণী ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্তকে কে না চেনেন? আজ তিনি সুপারস্টার হয়ে নাম, যশ, অর্থ উপার্জন করে হতে পেরেছেন কোটিপতি। তবে একটা সময় তাকে অনেক স্ট্রাগল করে আজকের পর্যায়ে আসতে হয়েছে। শুরুর দিকে তিনি ছিলেন ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট সার্ভিসের বাস কন্ডাক্টর। তারপর তিনি অভিনয় করতে শুরু করেন এবং সুপারস্টার হয়ে দক্ষিণের থ্যালাইভা হতে পেরেছেন।
শিবাজী সত্যম (Shibaji Satam) : হিন্দি টেলিভিশনের জনপ্রিয় টিভি শো ‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমন চরিত্রে অভিনয় করেছেন শিবাজী সত্যম। তবে প্রথমে তিনি একটি ব্যাঙ্কে চাকরি করতেন। অভিনয় করার তাগিদে তিনি ব্যাঙ্কের চাকরি ছেড়ে দেন।