জিৎ নয়, প্রসেনজিতও ফেল, বাংলা সিনেমায় রেকর্ড গড়ে টলিউডকে সেরা সম্মান এনে দিলেন দেব

বাংলা সিনেমা কেবল বাংলাতেই সীমাবদ্ধ নেই আজ। দেব (Dev) এবং মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) হাত ধরে বাংলা সিনেমার খ্যাতি ছড়িয়ে পড়লো গোটা দেশে। যারা বলেছিলেন মিঠুন চক্রবর্তীকে ছবিতে নেওয়ার কারণে দেবের ছবি ফ্লপ হবে, তাদের মুখ বন্ধ আজ। বাংলার দর্শকরা প্রমাণ করে দিলেন বিনোদনের রঙিন দুনিয়াতে রাজনীতির রং কতটা ফিকে।

গত কয়েকদিন ধরেই বাংলাতে দেব মিঠুনের ‘প্রজাপতি’ (Prajapati) ছবিটিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি রীতিমত সরগরম ছিল। মিঠুন চক্রবর্তী ছবিতে থাকার কারণে নাকি নন্দনে শো পায়নি প্রজাপতি। কিন্তু তাতে কি এসে যায়? এই ‘প্রজাপতি’ই বাংলা সিনেমা দুনিয়াতে একটা রেকর্ড গড়ে দিল। ছবিটি প্রথম দিনেই বক্স অফিসে রীতিমত ঝড় তুলে দিয়েছে।

প্রথম দিনেই বাংলা ছবিতে এক কোটি টাকার উপর ব্যবসা করার রেকর্ড কেবল দেবেরই আছে। ‘অ্যামাজন অভিযান’ ছবিতে তিনি এই অসাধ্য সাধন করেছিলেন। নিজের সেই রেকর্ড নিজেই ভাঙলেন দেব। দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত এই ছবিটি বছরের প্রথম দিনেই এক কোটি টাকার বেশি উপার্জন করেছে।

বছরের শেষ লগ্নে একই দিনে মুক্তি পেয়েছিল মিঠুন-দেবের ‘প্রজাপতি’ ইন্দ্রনীল সেনগুপ্তের ‘হত্যা পুরী’ এবং শিবপ্রসাদ-নন্দিতার ‘হামি ২’। তবে টাকার অংকের দিক থেকে কিন্তু সবাইকে পেছনে ফেলে দিয়েছে প্রজাপতি। হিন্দুস্তান টাইমস বাংলা সূত্রের খবর, মুক্তির প্রথম সপ্তাহেই প্রজাপতি ২ কোটি ১৭ লক্ষ টাকা উপার্জন করেছেন। বছরের প্রথম দিনেই এক কোটি টাকার উপরে ব্যবসা করেছে প্রজাপতি।

প্রজাপতির এই সাফল্যের কথা অজন্তা সিনেমা হলের কর্ণধার তথা ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা টুইট করে জানিয়েছিলেন। তার সেই টুইটটি রি-টুইট করেন ছবির প্রযোজক তথা অভিনেতা দেব। শুধু প্রথম দিন কিংবা প্রথম সপ্তাহ নয়, ছবিটি দ্বিতীয় সপ্তাহেও ব্যাপক সাড়া পাচ্ছে। যে কারণে প্রথম সপ্তাহে যেখানে ছবির শো সংখ্যা ১৮৯ রাখা হয়েছিল, দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে ২৮৯-এ দাঁড়িয়েছে।

এই ছবিটিতে দেব এবং মিঠুন চক্রবর্তী ছাড়াও অভিনয় করেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। শ্বেতার কেরিয়ারে এটাই প্রথম বাংলা ছবি। এছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মমতাশংকর, কনীনিকা ব্যানার্জী। দীর্ঘ প্রায় ৪৭ বছর পর এই ছবির হাত ধরেই আবার পর্দায় ফিরেছেন মৃগয়া-খ্যাত মমতা শংকর ও মিঠুন জুটি।