শাকিব খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য! লাবণী সরকারের উপর রেগে আগুন নেট নাগরিকরা

বাংলাদেশের সুপারস্টার তিনি। পশ্চিমবঙ্গেও তার বেশ সুনাম রয়েছে। তিনি শাকিব খান। অথচ বাংলাদেশের এই জনপ্রিয় নায়ককে চেনেনই না লাবণী সরকার। টলিউডের এই অভিনেত্রী মুখ ফুটে সে কথা বলতেই সোশ্যাল মিডিয়া তার বিরুদ্ধে রীতিমতো সরগরম‌ হয়ে উঠলো। লাবণী টলিউড ছাড়া বাংলাদেশে গিয়েও কিন্তু বেশ কিছু সিনেমা করেছেন। অথচ তিনি শাকিব খানকে চেনেন না, এ কথা শুনে নেটপাড়া তোলপাড়।

শাকিব খানকে নিয়ে কী বলেছিলেন লাবণী?

একবার একটি সাক্ষাৎকারে লাবণীকে বাংলাদেশ এবং টলিউডের সুপারস্টারদের সম্পর্কে প্রশ্ন করা হচ্ছিল। এই প্রসঙ্গে শাকিব খানের কথা ওঠে। কিন্তু লাবণী তাকে চিনতে পারেননি। তিনি বলেছিলেন, “শাকিব খান কে? আমি জানি না।” আর এতেই কার্যত বেজায় চটেছেন বাংলাদেশের ভক্তরা। বাংলাদেশের কাছে তিনি কিং খান। তিনি সেখানকার এক নম্বর সুপারস্টার। আর লাবণী কিনা বলছেন তাকে চেনেনই না।

Laboni Sarkar Trolled By Netizen For Her Comment On Shakib Khan

পাল্টা যুক্তি লাবণীর

লাবণী আরও বলেছেন, “শাকিব খানকে ভাল করে চিনিই না। তার কোনও ছবিই দেখিনি। শাকিব খানকে নিয়ে আমি কী বলব! শাকিব খানের একটা গোটা ছবিই আমি দেখিনি। তার সঙ্গে জীবনে আমি কোনও ছবিই করিনি। তাকে নিয়ে আমি কী বলতে পারি? চিনি না সেটা, না বলার তো কিছু নেই! এখন যে যার মতো রিল বানাচ্ছে, বাইট নিচ্ছে, আমাদের পুরো বক্তব্য প্রচারে আসে না। আমার কত বক্তব্য বিকৃত করে খবর করা হয়েছে। ঘরেঘরে ইউটিউবার, সবাই বাইট নিচ্ছে। অলীক জগতে থাকা মানুষরা যা খুশি করছেন তো কী হবে!”

আরও পড়ুন : কেন মা হতে পারলেন না লাবণী সরকার? জানলে শ্রদ্ধায় নত হবে মাথা

Laboni Sarkar Trolled By Netizen For Her Comment On Shakib Khan

আরও পড়ুন : নায়িকা থেকে দুঁদে খলনায়িকা! রূপকথার থেকে কম নয় শার্লি মোদকের অভিনয় জীবন

আসলে লাবণী কিন্তু বাংলাদেশের এই সুপারস্টারকে অপমান করার জন্য কিছু বলেননি। বাংলাদেশের এই অভিনেতাকে তিনি চেনেন না। সেটাই বলতে গিয়েছিলেন তিনি। কিন্তু নেট নাগরিকরা লাবণীর সেই কথাটাকে ভালোভাবে নেননি। আর সেখান থেকেই এইসব গন্ডগোলের সূত্রপাত হয়েছে।