ওটিটির রমরমার এই যুগে এখন বাংলাতে ভালো ভালো কনটেন্ট আপনি দেখতে পাবেন হইচইতে। হইচইয়ের এই ওয়েব প্ল্যাটফর্ম বাংলার সেরা ওটিটি প্ল্যাটফর্ম। যেখানে আপনি এখন আপনার পছন্দমত হরর, কমেডি, ড্রামা থেকে শুরু করে ক্রাইম, সাসপেন্স, থ্রিলার, সবই পাবেন হাতের নাগালে। বিশেষ করে আপনি যদি ভুতের ভক্ত হন তাহলে হইচইতে আপনার জন্য রয়েছে স্পেশাল কিছু ওয়েব সিরিজ। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে জানাবো হইচইয়ের সেরা ভুতুড়ে ওয়েব সিরিজের নামগুলো। এক নজরে দেখে নিন এই লিস্ট।
১. ভুতুড়ে : এই ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। ৪ জন বন্ধু পশ্চিমবঙ্গের বিভিন্ন ভুতুড়ে এলাকায় যান এবং সেখানে গিয়ে তাদের কী কী অভিজ্ঞতা হয় সেটা আপনি ঘরে বসেই দেখতে পারবেন। আইএমডিবিতে এই ওয়েব সিরিজটি ১০ এর মধ্যে ৬.২ নম্বর পেয়েছে।
২. তারানাথ তান্ত্রিক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি তারানাথ। তার অনেক ভুতুড়ে কর্মকাণ্ড রয়েছে। আজও সে সব গল্প পাঠকরা খুবই উৎসাহের সঙ্গে পড়েন। সেই তারানাথ তান্ত্রিককে নিয়ে বানানো ওয়েব সিরিজ আপনি হইচইতে পেয়ে যাবেন। আইএমডিবিতে এর প্রাপ্ত নম্বর ৫.২।
৩. রবিনসন স্ট্রিট হরর স্টোরি : এটি সত্য ঘটনার উপর নির্মিত একটি ডকুমেন্টারি। কলকাতার রবিনসন স্ট্রিটের পার্থ রায় ৬ মাস তার বোনের কঙ্কালের সঙ্গে কাটিয়েছিলেন একই বাড়িতে। এই সত্য ঘটনার উপর বানানো ডকুমেন্টারি আইএমডিবিতে ৬.২ নম্বর পেয়েছে।
৪. পর্ণশর্বরীর অভিশাপ : তারানাথের মতোই জনপ্রিয় ভাদুড়ি মশাই। অতিলৌকিক জগতের সঙ্গে যার যোগাযোগ, ভাদুড়ি মশাই তার ক্ষমতা দিয়ে একের পর এক দুঃসাহসিক কর্মকাণ্ড করেন। হইচই তার সেই সব গল্প তুলে ধরছে তাদের প্ল্যাটফর্মে। হইচইতে ভাদুড়ি মশাইয়ের প্রথম গল্প ছিল এই পর্ণশর্বরীর অভিশাপ।
৫. নিকষ ছায়া : পর্ণশর্বরীর অভিশাপের পর ভাদুডি মশাইয়ের আরেকটি গল্প নিয়ে ওয়েব সিরিজ গত বছর মুক্তি পেয়েছে হইচইতে। নিকষ ছায়ার প্রথম পার্ট দর্শকরা বেশ পছন্দ করেছিলেন। এই বছর মুক্তি পাবে সেই গল্পের দ্বিতীয় পার্ট।
আরও পড়ুন : বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি বলিউডের এই ৫টি ভৌতিক সিনেমা না দেখলে চরম মিস
৬. রক্তবিলাপ : ২০১৭ সালে হইচইতে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। এক বন্ধুর ব্যাচেলর পার্টি সেলিব্রেশনের জন্য কয়েকজন বন্ধুর একটা গ্রুপ কলকাতার বাইরে একটি বাড়িতে রাত কাটায়। সেখানে তাদের সঙ্গে ঘটে অদ্ভুত সব ঘটনা।
৭. কার্টুন : এই ওয়েব সিরিজটিও ২০১৭ সালে মুক্তি পেয়েছিল। একজন কার্টুনিস্ট একটি নতুন বাড়িতে ওঠেন এবং সেখানে তার সঙ্গে একের পর এক ভুতুড়ে ঘটনা ঘটতে থাকে।
আরও পড়ুন : স্ত্রী ২ এর পর এই হরর ইউনিভার্সে আর কোন কোন সিনেমা আসবে? কোনটির মুক্তি কবে?
৮. অদ্ভুতুড়ে : এই ওয়েব সিরিজের ৭ টি এপিসোডে ৭ টা আলাদা আলাদা গল্প দেখানো হয়েছে। ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজও দর্শকদের বেশ পছন্দের একটি সিরিজ।