২০২৫ -এ মুক্তি পাবে জনপ্রিয় এই ৯ ওয়েব সিরিজের নতুন সিজন

দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার এবার অবসান হবে। ২০২৫ সালে একের পর এক মুক্তি পাবে জনপ্রিয় সব ওয়েব সিরিজের পরের পার্ট। পঞ্চায়েত, দিল্লি ক্রাইম, দ্য ফ্যামিলি ম্যান থেকে শুরু করে ওধারের হলিউডের ওয়েডনেসডে, দ্য লাস্ট অব আস, স্কুইড গেমসহ ৯টি জনপ্রিয় ওয়েব সিরিজের নতুন নতুন সিজন মুক্তি পেতে চলেছে এই বছর। কোনটির মুক্তি কবে? কোনটি কোথায় দেখবেন? জেনে নিন এক নজরে।

১. পঞ্চায়েত সিজন ৪ : পঞ্চায়েতের আগের তিনটি সিজন ব্যাপক হিট হয়েছে। এবার এই ওয়েব সিরিজের পরের পার্ট অর্থাৎ চতুর্থ সিজন মুক্তি পাবে এই বছরের ২রা জুলাই, অ্যামাজন প্রাইমে। আগের সিজনে যেখানে গল্প শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে নতুন সিজনের গল্প। নতুন গল্পের রিঙ্কির প্রতি প্রেম এবং কেরিয়ারের দোটানায় পড়বেন সচিবজি। সেই সঙ্গে গ্রামে ঘনিয়ে উঠবে নতুন রাজনৈতিক সংকট। এবারের মোকাবিলা কীভাবে হবে সেটাই দেখবেন নতুন সিজনে।

Delhi Crime 3

২. দিল্লি ক্রাইম সিজন ৩ : দিল্লি ক্রাইম ওয়েব সিরিজটি এ্যামি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবার নতুন থ্রিলার নিয়ে নেটফ্লিক্স আনছে এই ওয়েব সিরিজের তৃতীয় পার্ট। বর্তিকা এবং তার টিম এবার বিরাট এক মানব পাচার চক্রের পর্দাফাঁস করবে। এই ওয়েব সিরিজটি মুক্তি পাবে এই বছরের মাঝামাঝি সময়ে।

৩. ইউ সিজন ৫ : নেটফ্লিক্সের অন্যতম সফল এই ওয়েব সিরিজের চারটি সিজন দর্শকরা দারুণ উপভোগ করেছেন। আগামী ২৪শে এপ্রিল মুক্তি পাবে এই সাইকোলজিক্যাল থ্রিলারের পঞ্চম এবং সর্বশেষ পার্ট।

The Trial 3

৪. দ্য ট্রায়াল সিজন ৩ : জিও হটস্টারে মুক্তি পাবে কাজলের দ্য টায়াল সিরিজের দ্বিতীয় পার্ট। এই ওয়েব সিরিজ দিয়েই ওয়েব দুনিয়াতে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। সিরিজটি মোটের উপর দর্শকদের বেশ ভালো লেগেছিল। এই নতুন সিজন এবছর মুক্তি পাবে ঘোষণা হলেও মুক্তির দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি।

৫. স্কুইড গেম সিজন ৩ : ২৭শে জুন মুক্তি পাবে নেটফ্লিক্সের এই জনপ্রিয় ওয়েব সিরিজের তৃতীয় এবং সবথেকে শেষ পার্ট।

 The Last Of Us 2

৬. দ্য লাস্ট অফ আস ২ : জিও হটস্টারে এই ওয়েব সিরিজের পরবর্তী পার্ট মুক্তি পাবে এই বছরেই। কিন্তু মুক্তির দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি।

৭. ওয়েডনেসডে ২ : ওয়েডনেসদের প্রথম সিজনের থেকেও দ্বিতীয় সিজন‌ অনেক বেশি রোমাঞ্চকর হবে। এবছর মুক্তি পাবে ওয়েডনেসডে সিরিজের দ্বিতীয় পার্ট। যদিও মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

আরও পড়ুন : ভারতে নিষিদ্ধ এই ৫ সিনেমা, মুক্তি পায়নি সিনেমা হলেও, এখন দেখা যাচ্ছে OTT-তে

The Family Man 3

আরও পড়ুন : পরিবারের সামনে ভুলেও নয়, বন্ধ ঘরে একা দেখুন Hoichoi-এর এই ৬টি বোল্ড ওয়েব সিরিজ

৮. দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩ : মনোজ বাজপেয়ীর দা ফ্যামিলি ম্যানের প্রথম এবং দ্বিতীয় পার্ট দর্শকদের থেকে দারুণ প্রশংসা পেয়েছিল। এবার চীনের জৈব অস্ত্র প্রয়োগ নিয়ে আরেকটি দমদার থ্রিলার আসছে এ বছর এই ওয়েব সিরিজের তৃতীয় পার্ট হিসেবে। যেটা মুক্তি পাবে এই বছরের নভেম্বর মাসে।

৯. নাইন পারফেক্ট স্ট্রেঞ্জার্স ২ : অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এই থ্রিলার ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। মুক্তির দিন ঠিক হয়েছে মে মাসের ২১ তারিখ।