খলনায়ক হয়ে আজীবন কুড়িয়েছেন অভিশাপ! মৃণাল মুখার্জীর অন্তিম জীবন ছিল খুবই কষ্টের

৮০-৯০ এর দশকে বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক ছিলেন মৃণাল মুখার্জী। তার অভিনয় দেখে একসময় মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। শুধু খলনায়ক নয়, নায়ক এবং কমেডিয়ান হিসেবেও দুর্দান্ত ছিল তার স্ক্রিন প্রেজেন্স। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দুর্দান্ত গায়কও ছিলেন। পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। পরবর্তীকালে টিভি সিরিয়ালেও দাপটের সঙ্গে কাজ করেছেন মৃণাল মুখার্জী। তবে এত বড় মাপের অভিনেতার অন্তিম পরিণতি হয়েছিল খুবই করুণ।

মৃণাল মুখার্জীর অভিনয় জীবন

১৯৪৫ সালে জামশেদপুরে জন্মেছিলেন মৃণাল মুখার্জী। পরে তিনি কলকাতায় এসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংখ্যাতত্ত্ব নিয়ে মাস্টার্স করেন। পড়াশোনার পাশাপাশি অভিনয়ে তার খুবই আগ্রহ ছিল। তিনি প্রথমে থিয়েটার অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। ১৯৫৫ সালে তিনি প্রথম দুই বোন সিনেমাতে অভিনয়ের সুযোগ পান। ১৯৬৫ সালে তিনি শঙ্খবেলা সিনেমায় অভিনয় করেন। এই সিনেমার পর তিনি অরুন্ধতী দেবীর ছুটি সিনেমার নায়কের ভূমিকায় কাজের সুযোগ পান। এই ছবিতে তার নায়িকা ছিলেন নন্দিনী মালিয়া। ছবিটি ব্যাপক হিট হয়েছিল সেই সময়। এরপরে আর তাকে ফিরে তাকাতে হয়নি।

 Mrinal Mukherjee

জাতীয় পুরস্কার পেয়েছিলেন মৃণাল মুখার্জী

মৃণাল মুখার্জী প্রথমবার পর্দায় নায়ক হিসেবে পা রেখেই টলিউডে তার আসন পাকা করে নেন। সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। তপন সিনহার সঙ্গে বহু সিনেমাতে কাজ করেছিলেন। এছাড়া গায়ক হিসেবেও তিনি বেশ ভালো প্রতিষ্ঠা পেয়েছিলেন। তারপর তিনি পা রাখেন টেলিভিশনে। জননী সিরিয়ালে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তারপর আবার টলিউডের ফিরে যান মৃণাল মুখার্জী। এবং এবার তার অভিষেক হয় খলনায়ক হিসেবে। তবে শুধু বাংলা নয় বেশ কিছু হিন্দি সিনেমাতেও তিনি কাজ করেছিলেন।

আরও পড়ুন : না খেতে পেয়ে ধুঁকে ধুঁকে মরেছেন! এই বলিউড তারকাদের শেষ জীবন ছিল খুবই মর্মান্তিক

 Mrinal Mukherjee

আরও পড়ুন : মৃত্যুর পর দেহ লুকিয়ে রেখেছিল ছেলে! সংঘমিত্রা ব্যানার্জীর শেষ জীবন ছিল খুবই করুণ

মৃণাল মুখার্জীর ব্যক্তিগত জীবন

মৃণাল মুখার্জির প্রথম স্ত্রী শিবানী মুখার্জী। দুজনের ডিভোর্স হওয়ার পর বাসবদত্তা মুখার্জীকে বিয়ে করেন। তাদের তিন সন্তান জোজো, টিনা এবং দেবপ্রিয়। এদের মধ্যে জোজো বাবার দেখানো পথে হেঁটেছেন। তিনি বর্তমানে সংগীত দুনিয়ার জনপ্রিয় নাম। মিস জোজোর নামেই পরিচিত তিনি। মৃণাল মুখার্জী তার জীবনের অন্তিম দিন পর্যন্ত অভিনয় করেছেন। তবে শেষ বয়সে মারণ রোগ বাসা বেঁধেছিল তার শরীরে। তা সত্ত্বেও তিনি অভিনয় চালিয়ে গিয়েছিলেন। ভীষণ অসুস্থ থাকা সত্ত্বেও তিনি আমলকি সিরিয়ালে কাজ করেছিলেন শুধুমাত্র মনের জোরে। তবে শেষ রক্ষা হল না। মারণ রোগের কাছে হার মানতে হয়েছিল তাকে। ৭৪ বছর বয়সে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : মিস জোজোর স্বামী কে? কেন স্বামীকে ছেড়ে আলাদা থাকেন তিনি?