যৌনসঙ্গী নাকি জীবনসঙ্গী? কেন গৌরী স্প্রাটের প্রেমে পড়লেন আমির খান?

বিগত বেশ কিছুদিন ধরে বলিউডে শোরগোল ফেলে রেখেছেন আমির খান। ৬০ পেরিয়ে নাকি আবার প্রেমে পড়েছেন তিনি। তার জীবনে বিয়ে ভেঙেছে ২ বার। প্রেমও ভেঙেছে বারবার। এইতো কিরণ রাওয়ের সঙ্গে ডিভোর্সের পর নাকি শোনা যাচ্ছিল হাঁটুর বয়সী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেম করছেন আমির। কিন্তু আমিরের জীবন থেকে বাদ পড়লেন ফাতিমাও। এখন তার নতুন প্রেমিকা গৌরী স্প্রাট। জানেন আমিরের এই নতুন প্রেমিকা কে? কেনই বা তার সঙ্গে সম্পর্কে জড়ালেন আমির খান?

কেন গৌরী স্প্রাটের প্রেমে পড়লেন আমির খান?

আমির খান আগেই জানিয়েছেন গৌরীর কথা। তিনি তার জীবনে গৌরীকে পেয়ে খুবই খুশি। গৌরী তাকে নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন। তাইতো ৬০ পেরিয়ে আবার গৌরীর কাছে ধরা দিলেন আমির। আর আমিরকে ১০০% সাপোর্ট করলেন পরিচালক বিক্রম ভাট। ষাটোর্ধ আমিরের প্রেমে পড়া নিয়ে যেখানে নীতি পুলিশরা প্রশ্ন তুলছে সেখানে বিক্রম ভাট পাল্টা প্রশ্ন তুললেন আমির খানের সঙ্গী খুঁজে নিতে দোষ কোথায়?

Gauri Spratt And Aamir Khan

কী বললেন বিক্রম ভাট?

বিক্রম সম্প্রতি বলেছেন, “বয়স তো সংখ্যামাত্র। আমি যদি ৫০ বছর বয়সে বিয়ে করতে পারি, তাহলে ষাটে এসে আমির খানের সঙ্গী খুঁজে পেতে দোষ কোথায়? সুখ-স্বচ্ছন্দ্যে থাকার তো আর কোনও বয়স হয় না। বয়স বাড়লে সম্পর্কে যৌনসুখ নিয়ে আর ভাবনাচিন্তা থাকে না। তখন গুরুত্ব পায় কারও সাহচর্য। এবং কেউই এইবয়সে নিঃসঙ্গ হতে চায় না। এই বয়সে প্রয়োজন এমন একজন সঙ্গীর যে তোমার হাত ধরে থাকবে, তোমাকে বুঝবে এবং কঠিন সময়ে তোমার পাশে থাকবে। আমি তো আমিরের জন্য দারুণ খুশি। ওঁর জন্য শুভেচ্ছা রইল। এত ভালো একজন মানুষ ও, ওঁর আদতেই সঙ্গীসুখ প্রাপ্য।”

আরও পড়ুন : ভালোবেসে বিয়ে করেছিলেন ভিন ধর্মে, সংসার টেকেনি এই বলিউড তারকাদের

Gauri Spratt And Aamir Khan

আরও পড়ুন : কেউ ৩ তো কেউ ৪! একাধিক বিয়ে করে রেকর্ড গড়েছেন এই বলিউড তারকারা

গৌরীকে কি বিয়ে করবেন আমির খান?

গৌরী এবং আমিরের সম্পর্ক নিয়ে যখন থেকে জানাজানি হয়েছে তারপর থেকেই আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। আমির কি এবার আবার বিয়ের পিঁড়িতে বসবেন? এই প্রসঙ্গে অবশ্য অভিনেতা সাফ জানিয়ে দিয়েছেন, “৬০ বছর বয়সে আমার বিয়ে করা শোভা পায় না। আমরা দেড় বছর একসঙ্গে আছি। পুরোপুরি কমিটেড।” গৌরীকে এরই মধ্যে পরিবারের সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন আমির। গৌরীর সঙ্গে আলাপ হওয়ার পর তারাও খুব খুশি।