বর্তমানে সোশ্যাল ভিডিওতে বেশ চর্চায় রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। চর্চার বিষয়? না, কোনও নতুন কাজ নয়। প্রাক্তন সায়ন্ত মোদকের সঙ্গে তার খুল্লামখুল্লা অশান্তি। দেবচন্দ্রিমার প্রাক্তন সায়ন্তর বিরুদ্ধে অত্যাচার, বুলিং ও আর্থিক প্রতারণার অভিযোগ তুলে মুখ খুলছেন তার একের পর এক প্রেমিকা। তবে সায়ন্তকে উচিত জবাব দিয়েছেন দেবচন্দ্রিমা। এসবের মাঝেই এবার এলো নতুন খবর। বহু সময় পর আবার বাংলা টেলিভিশনের পর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
জি বাংলায় ফিরবেন দেবচন্দ্রিমা সিংহ রায়
দেবচন্দ্রিমা একসময় স্টার জলসাতে সাঁঝের বাতি, সাহেবের চিঠি সিরিয়ালে অভিনয় করেছিলেন। তিনি বাংলা সিরিয়ালের বেশ জনপ্রিয় একজন নায়িকা। তবে ইদানিং তাকে আর বাংলা সিরিয়ালে দেখা যাচ্ছে না। তার কারণ তিনি পাড়ি দিয়েছেন মুম্বাইতে। সেখানেই এখন ‘সুহাগন অউর চুড়েল’ নামের একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করছেন তিনি। তবে এবার জি বাংলায় কামব্যাক করবেন দেবচন্দ্রিমা।
কোন সিরিয়ালে দেখা যাবে দেবচন্দ্রিমাকে?
সিরিয়াল নয় আসলে জি বাংলার টিভি শো রান্নাঘরে একদিনের জন্য হাজির হবেন দেবচন্দ্রিমা। সুদিপার রান্নাঘরের দায়িত্ব এখন নিয়েছেন কনিনীকা বন্দ্যোপাধ্যায়। বিকেল চারটের সময় জি-বাংলাতে সম্প্রচারিত হয় এই শো। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী। বহুদিন পর আবার তাকে ফিরে পেয়ে খুবই খুশি দর্শকরা। সিরিয়াল না হোক, অন্তত রিয়েলিটি শো মারফত দেবচন্দ্রিমাকে আবার বাংলা টেলিভিশনের পর্দায় পাওয়া যাবে শুনেই দুধের স্বাদ ঘোলে মেটানোর আশায় দিন গুনছেন দর্শকরা।
আরও পড়ুন : ‘কৃষ্ণা’ অতীত! ‘নিম ফুলের মধু’র পর নতুন সিরিয়ালে ফিরলেন অরিজিতা মুখোপাধ্যায়
আরও পড়ুন : রাঙ্গামতি তীরন্দাজের রাঙামতি আসলে কে? রইল স্টার জলসার নায়িকার আসল পরিচয়
বাংলা টিভি সিরিয়ালে এখন অভিনয় না করলেও টলিউডের সঙ্গে কিন্তু সম্পর্ক শেষ করেননি দেবচন্দ্রিমা। তিনি বেশ কিছু সিনেমাতে অভিনয় করে ফেলেছেন এরই মধ্যে। যার মধ্যে রয়েছে জিতের ‘বুমেরাং’। এছাড়াও তার অভিনীত ওয়েব সিরিজের মধ্যে রয়েছে হোমস্টে মার্ডার্স, প্রেমে পড়া বারণ, পরিণীতা। বলতে গেলে সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ, টলিউড এবং বলিউড মিলিয়ে চুটিয়ে কাজ করছেন বাংলার এই অভিনেত্রী।