ধর্ষণ থেকে গার্হস্থ্য হিংসা, টিআরপির লোভে একের পর এক হিংসাত্মক ঘটনা দেখিয়েই চলেছে বাংলা সিরিয়ালগুলো। কড়া নিন্দা করছেন নেট নাগরিকরা। বাংলা সিরিয়ালের গল্পে পরকীয়া, বহুবিবাহ, কুটকাচালি, এসব তো ছিলই। এবার গল্পের মধ্যে একে একে ঢুকে পড়ছে সিচুয়েশনশিপ, ডোমেস্টিক ভায়োলেন্স, র্যাগিং, যৌন হেনস্থার মত বিষয়। প্রতিবাদে তাই সরব হলেন দর্শকরা।
অভিযোগের আঙ্গুল পরিণীতার দিকে
দর্শকদের দাবি, সমাজের বাস্তবতা দেখাতে গিয়ে অতি নাটকীয়তার আশ্রয় নিয়ে ফেলছে বাংলা সিরিয়ালগুলো। অভিযোগ উঠছে পরিণীতা সিরিয়ালের গল্পের বিরুদ্ধে। পরিণীতাতে ধর্ষণের দৃশ্য দেখানোকে কেন্দ্র করে প্রতিবাদ জানাচ্ছেন দর্শকরা। দর্শকদের দাবি গ্রাম্য সমাজকে এই সিরিয়ালে যেভাবে দেখানো হচ্ছে, তার সঙ্গে বাস্তবের মিল নেই। একের পর এক স্পর্শকাতর বিষয় তুলে ধরা হচ্ছে গল্পে, যেগুলোর প্রয়োজনীয়তা নিয়ে উঠছে প্রশ্ন।
কেন হঠাৎ এই অভিযোগ?
জি বাংলার পরিণীতা সিরিয়ালে বর্তমানে কুম্ভ মেলার দৃশ্য দেখানো হচ্ছে। রায়ান ও পারুল তাদের বন্ধুবান্ধব এবং ভাই-বোনদের নিয়ে কুম্ভ মেলা গিয়েছে। সেখানে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে তাদের সঙ্গে। সম্প্রতি একটি প্রোমোতে দেখানো হয়েছে রায়ানের বান্ধবীকে তুলে নিয়ে যায় কিছু দুষ্কৃতী। তাকে যৌন হেনস্থা করা হয়। কিন্তু মা দুর্গার মত ত্রিশূল হাতে তাকে বাঁচাতে পৌঁছে যায় পারুল। এই দৃশ্য নিয়েই আপত্তি জানাচ্ছেন দর্শকরা।
আরও পড়ুন : একটানা বেঙ্গল টপার! জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়ালের এই সাফল্যের রহস্য কী?
আরও পড়ুন : রাঙ্গামতি তীরন্দাজের রাঙামতি আসলে কে? রইল স্টার জলসার নায়িকার আসল পরিচয়
দর্শকরা চাইছেন সিরিয়ালের গল্পে অতিরঞ্জিত হিংসা না ছড়িয়ে বরং ইতিবাচকতা থাকুক। যাতে পরিবার নিয়ে বসে দেখা যায়। সেই জায়গায় গল্পকে বাস্তবধর্মী করতে গিয়ে উল্টে অনেক বেশি হিংস্রতা দেখানো হয়ে যাচ্ছে। টিআরপির লোভে পড়েই কার্যত এমনটা হচ্ছে বলে দাবি দর্শকদের। কারণ পরিণীতা সিরিয়ালের টিআরপি এখন তুঙ্গে। টিআরপি ধরে রাখতেই একের পর এক অতি নাটকীয় মোড় নিচ্ছে সিরিয়াল।