কাপুর বংশের গর্ব! শাম্মী কাপুরের ছেলে আসলে কে?

কম বয়সে হুবহু বাবার কার্বন কপি ছিলেন! বহু সিনেমাতে অভিনয়ও করেছেন শাম্মী কাপুরের ছেলে আদিত্য রাজ কাপুর। না, বাবার মত সুপারস্টার তিনি হতে পারেননি ঠিকই। কিন্তু নিজের থেকে তিনি যা কিছু অর্জন করেছেন সেটাই বা কম কিসের? শুধু অভিনয় নয়, আদিত্য রাজ কাপুরের পরিসর অনেক বড়। বহুবার তিনি পরিবারের মুখ উজ্জ্বল করেছেন। আজ আপনাদের শোনাব এক সুপারস্টার বাবার অখ্যাত কিন্তু যোগ্য সন্তানের কাহিনী।

আদিত্য রাজ কাপুর আসলে কে?

শাম্মী কাপুর এবং গীতা বালির ছেলে আদিত্য কাপুর বংশের যোগ্য সন্তান। তিনি একাধারে অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, লেখক, পরিচালক এবং ব্যবসায়ী। স্কুলের পড়া শেষ করে কাকা রাজ কাপুরের ‘ববি’ সিনেমাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর অসংখ্য সিনেমার সহকারী পরিচালক হিসেবে পরিচালনা করেন। যার মধ্যে ছিল ধরম করম, সত্যম শিবম্ সুন্দরম, গ্রেফতার, আজুবা। সত্যম্ শিবম্ সুন্দরম সিনেমাতে তিনি একটি ছোট্ট ভূমিকাতে অভিনয় করেছিলেন। পরে বলিউড ছেড়ে তিনি কনস্ট্রাকশনের ব্যবসা শুরু করেন। ট্রাক এবং গুদামের ব্যবসাও আছে তার। এছাড়াও দিল্লিতে আপ্পু ঘর এবং মুম্বাইতে ফ্যান্টাসি ল্যান্ড নামের বিনোদন পার্ক তৈরি করেছেন তিনি।

 Aditya Raj Kapoor

কাজের পাশাপাশি লেখালেখিও শুরু করেন আদিত্য। বলিউড থেকে দীর্ঘ বিরতি নিয়ে ২০১০ সালে তিনি আবার ক্যামেরার সামনে ফেরেন। চেজ, ইসি লাইফ মে, সে ইয়েস টু লাভ, ইয়ামলা পাগলা দিওয়ানা ২ সিনেমাতে তিনি অভিনয় করেন। এছাড়াও বাইক এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা নিয়ে তার দুটি বই আছে, বাইক অন এ হাইক এবং কোয়েস্ট। যেখানে তিনি তার জীবনে ৩৫ হাজার কিলোমিটার সাইকেল যাত্রার অভিজ্ঞতা লিখেছিলেন।

আরও পড়ুন : বলিউডের সব থেকে অশিক্ষিত পরিবার! কাপুর পরিবারের কার শিক্ষাগত যোগ্যতা কত

 Aditya Raj Kapoor

আরও পড়ুন : শুটিং সেটে সপাটে চড়! করিনা কাপুরকে এক থাপ্পড় মেরেছিলেন এই অভিনেতার স্ত্রী

আদিত্য রাজ কাপুরের শিক্ষাগত যোগ্যতা

এছাড়াও তাকে নিয়ে যে কথাটি না বললেই নয়, আদিত্য কাপুর বংশের একমাত্র গ্র্যাজুয়েট। ছোট বয়সে স্কুল ছেড়ে পরে ৬৭ বছর বয়সে ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক হয়েছিলেন আদিত্য। তিনি সানাওয়ারের লরেন্স স্কুলে পড়াশোনা করে তারপর আর পড়েননি। এমনিতেই কাপুর পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু কম কটাক্ষ হয় না। এই সুপারস্টার পরিবারের বেশিরভাগ সদস্য স্কুলের গণ্ডি পাস করতে পারেননি। সেই জায়গায় ৬৭ বছর বয়সে স্নাতক পাস করে পরিবারের মসিহা হয়ে উঠেছেন আদিত্য।