রূপকথার মত প্রেমের পর চুক্তির বিয়ে! কেন ভাঙছে নীল এবং তৃণার সংসার?

হিন্দি সিরিয়ালের মত নাকি চুক্তির বিয়ে করেছেন নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। বিয়েটা এখন ভাঙ্গার মুখে। তবে তাদের প্রেমটাও কিন্তু কোনও সিনেমার গল্পের থেকে কম নয়। এই প্রেম কাহিনীর শুরু থেকে শুনলে মনে হবে যেন কোনও রূপকথা। অবশ্য সেই রূপকথার শেষটা হতে চলেছে ডিভোর্স দিয়ে। এমনটাই অন্তত গুঞ্জন টলিউডের অন্দরে। বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই ভাঙতে বসেছে নীল এবং তৃণার দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু কেন?

নীল ভট্টাচার্য এবং তৃণা সাহার প্রেম কাহিনী

নীল এবং তৃণা দুজনেই ছিলেন ছোটবেলার বন্ধু। দুজনের মধ্যে বয়সের পার্থক্যটাও বেশি নয়, তৃণার থেকে নীল মাত্র ২ বছরের বড়। কোচিং সেন্টারে পড়তে গিয়ে দুজনের প্রথম আলাপ হয়। তারপর বন্ধুত্ব গড়ায় প্রেমে। এরপর কর্পোরেটে চাকরি নিয়ে তৃণা চলে যান দিল্লিতে। আর কলকাতাতে থেকে নীল শুরু করেন মডেলিং এবং অভিনয়। এরপর দুজনের জীবন দুইখাতে বইছিল। ‘ঠিক যেন লাভ স্টোরি’ সিরিয়ালের মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন নীল। এই সিরিয়ালে নীল নাকি তার সহ অভিনেত্রী স্বৈরিতী ভট্টাচার্যের প্রেমে পড়েছিলেন।

 Neel Bhattacharya And Trina Saha

এরপর যখন কিছু বছর বাদে তৃণাও কলকাতা ফিরে এসে অভিনয়ে নাম লেখালেন তখন দুই বন্ধুর আবার দেখা হয়। জেগে ওঠে পুরনো প্রেম। ২০২১ সালে বিয়ে করেন দুজনে। কিন্তু বিয়ের ছ মাস পরেই নাকি তাদের সংসারে অশান্তি শুরু হয়। বর্তমানে তাদের বিচ্ছেদের গুঞ্জন চরমে উঠেছে। এবং শোনা যাচ্ছে তারা নাকি বিয়েটা করেছিলেন ৪ বছরের চুক্তিতে। এই বছরের ফেব্রুয়ারি মাসেই সেই চুক্তির মেয়াদ ফুরিয়েছে।

আরও পড়ুন : ৫২ বছরেও অবিবাহিত! কেন বিয়ে করেননি সারেগামাপার বিচারক ইন্দ্রদীপ দাসগুপ্ত?

 Neel Bhattacharya And Trina Saha

আরও পড়ুন : ভাঙলো দীর্ঘদিনের প্রেম! মন ভাঙলো ‘দুই শালিকে’র ঝিলিক নন্দিনীর

কেন ভাঙলো নীল এবং তৃণার বিয়ে?

অবশ্য বিয়ের কয়েক মাসের মধ্যেই নীল এবং তৃণার সম্পর্কের ছাড়ো ছাড়ো ভাব দেখে বহুবার তাদের বিচ্ছেদের প্রসঙ্গে উঠেছে। এও শোনা গিয়েছে নীল নাকি বর্তমানে কোনও এক তৃণমূল নেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। সেই কারণেই কি এই বিচ্ছেদ? সত্যিই কি ভেঙ্গে যাবে নীল এবং তৃণার সাধের সংসার? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তৃণীল অনুরাগীরা।