অবশেষে সব জল্পনার হল অবসান। মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবাণী। সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণীর ছোট্ট সংসার ভরাট করতে আসছে তাদের প্রথম সন্তান। নতুন বছরে এই সুখবর শুনিয়েছেন কিয়ারা এবং সিদ্ধার্থ। সোশ্যাল মিডিয়াতে সন্তান আগমনের ইঙ্গিত দিয়ে তারা লিখেছেন আমাদের জীবনের সেরা উপহার শীঘ্রই আসছে।
মা হতে চলেছেন কিয়ারা আদবাণী
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সিদ্ধার্থ এবং কিয়ারার বিয়ে হয়েছিল। তারপর থেকে বহুবার কিয়ারার প্রেগনেন্সি নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে ২০২৫ সালের শুরুতেই মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী। সিদ্ধার্থ এবং কিয়ারার ২ জোড়া হাতের উপর রাখা সাদা রংয়ের বাচ্চাদের এক জোড়া ছোট্ট মোজা রেখে তারা এই সুখবর দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই পোস্টের নিচে উপচে পড়ছে নেট নাগরিকদের ভালবাসা।
মা হওয়ার খবর দেওয়ার পর প্রথমবার প্রকাশ্যে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও দিয়েছেন কিয়ারা। সাদা রংয়ের শার্ট এবং সাদা ডেনিম পরেছিলেন তিনি। পাপারাজ্জিরা শুভেচ্ছা দিতেই হাসিমুখে ধন্যবাদ জানালেন কিয়ারা। তখন তার চোখে মুখে উপচে পড়ছে প্রেগনেন্সি গ্লো। সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভিডিও। এই ভিডিওর পাশাপাশি কিয়ারার মাতৃত্ব নিয়ে কিছু পুরনো সাক্ষাৎকারের ভিডিও সমানে ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন : ছিল না পিতৃপরিচয়, জোটেনি স্বামীর ভালোবাসা! একাধিক পুরুষসঙ্গী থাকলেও একা এই বলিউড অভিনেত্রী
View this post on Instagram
আরও পড়ুন : শ্রীদেবীকে বিয়ের প্রস্তাব দেন রজনীকান্ত! বিয়ে হল না এই একটি কারণে
২০১৯ সালে একবার একটি সাক্ষাৎকারে কিয়ারা বলেছিলেন তার নজরে পরিপূর্ণ একটি পরিবারের অর্থ বাবা-মা এবং তাদের দুই সন্তান। তিনিও দুই সন্তানের মা হতে চান। যাদের মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে হবে। দুজনকেই তিনি সমান ভালোবাসা দিয়ে বড় করে তুলতে চান। এছাড়াও তিনি বলেন মাতৃত্বকালীন সময়ে যা খুশি তাই খাওয়া যায়, এই কারণেও তিনি মা হতে চান।