বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়কদের মধ্যে অরিজিৎ সিং রয়েছেন প্রথম সারিতে। বলা হয় গান পিছু ১৮ থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন তিনি। আর কনসার্ট পিছু পারিশ্রমিক নেন দেড় কোটি টাকা। তবে একবার একটি গান গাইতে মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অরিজিৎ। সেই গানটির ব্যাপক জনপ্রিয়তা থাকলেও গানের পেছনের এই ইতিহাস কেউ জানেন না। আপনি কি জানেন কোন গানের জন্য অরিজিত মাত্র ১১ টাকা নিয়েছিলেন?
কোন গানের জন্য অরিজিৎ ১১ টাকা পারিশ্রমিক নেন?
দেশের সর্বশ্রেষ্ঠ গায়ক, সিনেমায় যার প্লেব্যাক গানের দর থাকে বেশ কয়েক লক্ষ টাকা, সেই অরিজিত একবার একটি বাংলা গান গাইতে ১১ টাকা নিয়েছিলেন। গানটি ছিল রামপ্রসাদী গান, “মনরে কৃষি কাজ জানো না, এমন মানবজমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা।” ‘মানবজমিন’ সিনেমার জন্য গানটি নেওয়া হয়েছিল। এই গান আসলে অরিজিৎ সিংকে রীতিমত নাড়া দেয়। গানের প্রতিটি কথার সঙ্গে তিনি বাস্তবের মিল পান।
তবে অরিজিতের এই গান নিয়ে পরবর্তীকালে শ্রোতা মহলে বেশ বিতর্কের সৃষ্টি হয়। কেউ কেউ বলেন রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে শ্রীকুমার চট্টোপাধ্যায় ও অরিজিতের এই রামপ্রসাদী গান নিয়ে যে এক্সপেরিমেন্ট, সেটা তাদের পছন্দ হয়নি। তবে অরিজিতের গাওয়া এই গানটি কিন্তু জনপ্রিয়তা কিছু কম পায়নি। কয়েক লক্ষ টাকা নিয়ে এই গান গাইতে তার মন চায়নি। তবে গানের অসম্মান যাতে না হয় তার জন্য তিনি মোটে ১১ টাকা নিয়েছিলেন।
আরও পড়ুন : গান পিছু কত টাকা নেন অরিজিত সিং? প্রকাশ্যে এল অরিজিতের সেরা ১০ গানের পারিশ্রমিকের অংক
আরও পড়ুন : অরিজিৎ সিং হঠাৎ পাগড়ি পরা শুরু করলেন কেন, জানলে চোখে জল আসবে আপনার
গানটির প্রতি অরিজিতের ভাবনা
একবার একটি কনসার্টে অরিজিত এই গানটি গেয়েছিলেন। গান গাইতে গাইতে তিনি হঠাৎ বলে ওঠেন “এই গানের কথাগুলো শুনলে মনে হয় যেন নিজেকে গালি দিচ্ছি। মনে হয় যেন রামপ্রসাদবাবুই গালি দিচ্ছেন।” হাজার হাজার দর্শকের মাঝে দাঁড়িয়ে অরিজিৎ বলেন, ‘‘সত্যিই তো কিছু জানলাম না।”