রূপে মাধুরী দীক্ষিতের থেকে কম নন! গুণে ‘ধকধক গার্ল’কেও টেক্কা দেবেন মাধুরীর সুন্দরী বোনেরা

বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিতের সৌন্দর্য আজও পাগল করে সাধারণ মানুষকে। ৯০ এর দশকে মাধুরীর নাচ, অভিনয়, হাসির জুড়ি ছিল না ইন্ডাস্ট্রিতে। তবে একা মাধুরী নন, মাধুরীর সুন্দরী বোনেরাও কিন্তু কোনও অংশে কম নন। যেমন রূপ তেমন গুণ, একেকজনের প্রফেশন শুনলে আপনি অবাক হবেন। চলুন আজ আপনাদের আলাপ করাই মাধুরী দীক্ষিতের বোনেদের সঙ্গে।

মাধুরী দীক্ষিতের বোনেরা

মাধুরী যেরকম বলিউডে হিট, তেমনই আলাদা আলাদা প্রফেশনে বেশ সুপ্রতিষ্ঠিত তার বোনেরা। মাধুরীর বোনেরা কেউই অবশ্য গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত নন। কিন্তু বর্তমানে তারা যে যে প্রফেশনে রয়েছেন প্রত্যেকেই সু প্রতিষ্ঠিত। মাধুরীর দুই বোন রূপা দীক্ষিত এবং ভারতী দীক্ষিত। তাদের একটি ভাই আছে নাম অজিত দীক্ষিত। মাধুরীর বাবা-মা হলেন শঙ্কর দীক্ষিত এবং স্নেহলতা দীক্ষিত।

Madhuri Dixit And Rupa Dixit

মাধুরী দীক্ষিতের দিদি রূপা দীক্ষিত

রূপা দীক্ষিত মাধুরীর বড় দিদি হন। তিনি কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রী করেছেন। অনেক বছর ধরে তিনি ওয়াশিংটন ডিসি রয়েছেন। রূপা বিয়ে করেছেন মনোজ ডান্ডেকরকে। ১৯৮৭ সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। রূপার দুটি সন্তান রয়েছে। তার বড় মেয়ে শিবানি ডাক্তার এবং ব্যক্তিগত প্রশিক্ষক এবং ডায়েটিশিয়ান। বোনের মত রূপাও কথ্থক নাচে পারদর্শী।

Madhuri Dixit And Her Sisters

মাধুরী দীক্ষিতের দিদি ভারতী দীক্ষিত

মাধুরীর আর এক বোন হলেন ভারতী। তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে তিনিও মাধুরী এবং রূপার মত কথ্থক নাচে পারদর্শী। রূপে মাধুরীর থেকে কিছু কম নন তিনি। তবে মাধুরীর মত তার আর দুই বোন অভিনয় দুনিয়াতে পা রাখতে চাননি।

আরও পড়ুন : যৌবন ধরে রাখতে রোজ এই ৩টি ঘরোয়া জিনিস ব্যবহার করেন মাধুরী দীক্ষিত

Madhuri Dixit And Her Sisters

আরও পড়ুন : ব্লাউজ খুলে শুধু অন্তর্বাস পরতে হবে! অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিংয়ে যা করেছিলেন মাধুরী

মাধুরী দীক্ষিতের ভাই অজিত দীক্ষিত

মাধুরীর ভাই অজিত দীক্ষিতও বেশ প্রতিষ্ঠিত। তিনি একটি বহুজাতিক সংস্থার সিইও পদে রয়েছেন। তিনি আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিটেক করেছেন। তারপর মায়ামি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন।