হয়ে গেল অন্তিম শুটিং! ৩ মাসেই বন্ধের মুখে এই জনপ্রিয় সিরিয়াল

মাত্র তিন মাসেই বন্ধের মুখে আরও একটি সিরিয়াল। সম্প্রতি এই সিরিয়াল বন্ধের খবর এসেছে প্রকাশ্যে। টিআরপির অভাবে এর আগেও বহু সিরিয়াল দু-তিন মাসের মাথায় বন্ধ হয়েছে। তবে এই সিরিয়ালের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আচমকাই হয়ে গেল সিরিয়াল বন্ধের ঘোষণা। সিরিয়ালের নাম অনুপমার প্রেম। আকাশ আটের এই সিরিয়াল বন্ধের খবরে দর্শকদের মন খুবই খারাপ। অন্তত আরও কিছুদিন সিরিয়াল চলুক এমনটাই চেয়েছিলাম তারা।

জি বাংলা এবং স্টার জলসার মত এই মুহূর্তে সান বাংলা, আকাশ আটের মত চ্যানেলেরও বেশ ভালো জনপ্রিয়তা আছে দর্শকদের মধ্যে। বিশেষ করে আকাশ আটের সাহিত্যের সেরা সময় শো দর্শকদের মধ্যে খুবই জনপ্রিয়। এখানে বিভিন্ন সাহিত্যিকের সেরা গল্প কিংবা উপন্যাস সিরিয়ালের আকারে সম্প্রচার করা হয়। সেইসব সিরিয়ালের মেয়াদ অবশ্য হয় কয়েক মাসের। এখন যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম গল্পের সম্প্রচার চলছে।

Anupamar Prem

গত বছরের নভেম্বর মাসে অনুপমার প্রেম দেখতে শুরু করেছিলেন দর্শকরা। কয়েকদিনের মধ্যেই এই সিরিয়ালটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। আর্য দাস গুপ্ত এবং বিয়াস ধর রয়েছেন এই সিরিয়ালের মুখ্য ভূমিকায়। শরৎচন্দ্রের অরুপ আমার প্রেম নামের ছোট গল্প থেকে বানানো হয়েছিল এই ধারাবাহিক। সাহিত্যের সেরা সময়ে যে ধারাবাহিকগুলো সম্প্রচার হয় সেগুলোর মেয়াদ অল্প দিনই হয়। অনুপমার প্রেমেরও মেয়াদ ফুরিয়েছে।

আরও পড়ুন : বাস্তবে কার সঙ্গে প্রেম করছেন অভিষেক কন্যা? ‘অনুরাগের ছোঁয়া’র রূপার মনের মানুষ কে?

Anupamar Prem

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিংয়ের ঘোষণা! বন্ধের মুখে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল

ইতিমধ্যেই এই সিরিয়ালের অন্তিম শুটিং হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সিরিয়ালটিতে বিয়াস এবং আর্য ছাড়াও অনেক নবাগত অভিনেতা এবং অভিনেত্রীর দেখা মিলেছিল। একে তো শরৎচন্দ্রের অন্যতম সেরা গল্প নিয়ে সিরিয়াল, তার উপর এক ঝাঁক নতুন মুখের সুন্দর অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। কিন্তু তিন মাসের মাথাতেই বন্ধ হল এই সিরিয়ালের সম্প্রচার। আসবে আরও কোন নতুন সিরিয়াল, নতুন কোনও সাহিত্যের উপর ভিত্তি করে।