বর্তমান সময়ে বহু তারকাই অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও রয়েছেন। তৃণমূলের আমলে টলিউডের বেশিরভাগ অভিনেতা এবং অভিনেত্রীই এখন শাসক দলের প্রচারের মুখ। হাতেগোনা কিছু তারকা অবশ্য ব্যতিক্রম। তাদের মধ্যে একজন ঋতুপর্ণা সেনগুপ্ত। রাজনীতির হাওয়া এখনও তার গায়ে লাগেনি। কিন্তু ভবিষ্যতে কি রাজনীতিতে নামতে চান ঋতুপর্ণা? মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে তিনিও কি শাসকদলের সঙ্গী হতে চান? সম্প্রতি বড় আপডেট দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত।
ঋতুপর্ণা রাজনীতিতে নামুন বা না নামুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বহুবার দেখা গিয়েছে তাকে। বিভিন্ন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তার উজ্জ্বল উপস্থিতি চোখে পড়েছে। এই নিয়ে অনেক চর্চাও হয়েছে। কিন্তু খাতায়-কলমে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিয়ে নিজেকে রাজনীতিবিদ হিসেবে পরিচয় এখনও দেননি অভিনেত্রী। সম্প্রতি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসবে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। তাকে এখানে দেখে আবারও সেই একই প্রশ্ন উঠলো।
ঋতুপর্ণাকে দেখেই সংবাদমাধ্যম তাকে প্রশ্ন করে ঋতুপর্ণা কবে সরাসরি রাজনীতিতে নামবেন? এর উত্তরে অভিনেত্রী বলেন, ‘‘কোনওদিনই না। আমি রাজনীতির কিছুই বুঝি না, তাই রাজনীতি থেকে দূরে। একজন শিল্পী হিসাবেই সকলের মনে থাকতে চাই।’’ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি তাকে ডাকেন তাহলেও কি তিনি দূরে থাকতে পারবেন? ঋতুপর্ণা উত্তর দিলেন, “তখন মুখ্যমন্ত্রীকেও বুঝিয়ে বলব বিষয়টা।”
আরও পড়ুন : সত্যিই কি প্রেমে পড়েছিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ? গোপন সিক্রেট ফাঁস করলেন ঋতুপর্ণা
আরও পড়ুন : টলিউডে কেন পিছিয়ে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত? ফাঁস হল অজানা সত্যি
উল্লেখ্য এই বছর চুঁচুড়া উৎসব খুব বড় করে হচ্ছে। ঋতুপর্ণা ছাড়াও বিনোদন দুনিয়ার আরও অনেককেই দেখা গিয়েছে এখানে। হুগলির নতুন সাংসদ রচনা ব্যানার্জিও এই উৎসবে শাড়ি এবং প্রসাধনের স্টল দিয়েছেন। এখানে কেনাকাটার উপর ১০% ছাড় পাওয়া যাবে। এছাড়াও বেশি কেনাকাটা করলে আকর্ষণীয় ছাড় এবং বিনামূল্যে শাড়িও পাওয়া যাবে।