থ্রিলার-সাসপেন্স থেকে অ্যাকশন-ড্রামা! এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা ও সিরিজ

নতুন বছরের নতুন চমক। জানুয়ারির শেষ সপ্তাহে ওটিটিতে আসছে একগুচ্ছ সিনেমা এবং ওয়েব সিরিজ। থ্রিলার-সাসপেন্স থেকে কমেডি ড্রামা, এই তালিকায় অ্যাকশনও আছে। রোমান্টিক লাভারদের জন্যও উঠবে রোমান্সের ঝড়। ২৪ শে জানুয়ারি শুক্রবার মুক্তি পাবে এই ৮ সিনেমা এবং সিরিজ। ডিজনি প্লাস হটস্টার, নেটফ্লিক্স থেকে অ্যামাজন প্রাইম, কোন ওটিটিতে কোনটি মুক্তি পাবে? দেখে নিন এক নজরে।

১. শিবরাপল্লী : অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে হিন্দির পঞ্চায়েতের তেলেগু রিমিক শিবরাপল্লী। এটা একটা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েটের গল্প যাকে অনিচ্ছা সত্বেও একটি প্রত্যন্ত গ্রামের পঞ্চায়েত সেক্রেটারি হিসেবে কাজ নিতে হয়। হিন্দিতে পঞ্চায়েত যে হারে জনপ্রিয়তা পেয়েছিল, দক্ষিণেও যে ব্যর্থ হবে না তা নিশ্চিত।

 Sweet Dreams

২. সুইট ড্রিমস : মিথিলা পাকরল এবং অমোল পরাশার অভিনীত এই রোমান্টিক কমেডি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। এই দুই অপরিচিত মানুষ একে অপরকে নিয়ে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। তারপর তাদের জীবন বদলে যাবে। দেখতে ভুলবেন না এই ড্রামা।

৩. দ্য স্যান্ড কাসল : মিস্ট্রি লাভাররা বসে পড়ুন নেটফ্লিক্স খুলে। আসছে ম্যাটি ব্রাউনের দা স্যান্ড কাসল। পরিবারের চারজন সদস্য একটি দ্বীপের মধ্যে আটকা পড়ে এবং শুরু হয় তাদের বেঁচে থাকার লড়াই। এরপর তাদের অতীতগুলো যখন একে একে সামনে আসে তখন রহস্য আরও ঘনাতে থাকে।

Twilight of the Warriors: Walled In

৪. টোয়াইলাইট অফ দা ওয়ারিয়র্স : ওয়ালড ইন : এটি চীনের একটি সিনেমা যেটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এই সিনেমাতে এক যুবকের গল্প দেখানো হবে যে ওয়ালড সিটিতে আশ্রয় নেয়। তবে ওই শহরে আইন-শৃঙ্খলা বলতে কিছুই নেই। এরপর তার সঙ্গে কী কী ঘটবে? জানতে হলে দেখুন এই সিরিজ।

৫. হিসাব বরাবর : রাধে মোহন শর্মা নামের এক সৎ রেল টিকিট চেকার বিরাট এক আর্থিক কেলেঙ্কারি ফাঁস করার মিশনে নামেন। এই সিনেমাতে অভিনয় করেছেন আর মাধবন এবং নীল নীতিন মুকেশ। সিনেমাটি মুক্তি পাবে জি ফাইভৈ।

আরও পড়ুন : ২০২৫ সালে মুক্তি পাবে কোন কোন বাংলা ও হিন্দি সিনেমা? দেখুন তালিকা

Sky Force

৬. স্কাইফোর্স : ঘরে বসে বসে সিনেমা দেখতে দেখতে যখন বোর হয়ে যাবেন তখন আপনার জন্য থাকবে স্কাইফোর্স। এই সিনেমাটি মুক্তি পাবে সিনেমা হলে। ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের সরগোধা বিমান ঘাঁটিতে ভারত যে প্রথম বিমান হামলা চালিয়েছিল তার উপর ভিত্তি করে এই সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর পাহাড়িয়া, সারা আলি খান এবং নিমরত কৌর।

৭. শ্যাফটেড : প্যারিসের ৪ জন মধ্যবয়স্ক পুরুষের গল্প নিয়ে এই রোমান্টিক কমেডি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

আরও পড়ুন : OTT তে দেখুন ২০২৪-এর সেরা ৫টি সিনেমা, না দেখলে চরম মিস

Flight Risk

৮. ফ্লাইট রিস্ক : আরও একটি ক্রাইম থ্রিলার মুক্তি পাবে এই সপ্তাহে। মার্ক ওয়াহলবার্গ, ট্রোফার গ্রেস এবং মিশেল ডকারী অভিনীত এই থ্রিলার একটি মার্কিন ডেপুটি মার্শালের গল্প শোনাবে।