দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শীঘ্রই। খোলাখুলি প্রেমের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী তিয়াসা লেপচা। সম্প্রতি নিজেকে ‘এনগেজড’ বলে ঘোষণাও করলেন অভিনেত্রী। প্রথম প্রথম প্রেমের খবর লুকিয়ে রাখতে চাইলেও তিয়াসা অবশেষে স্বীকার করে নিলেন তার নতুন প্রেমিকের কথা। ২০২৫ সালেই কি বিয়ের পিঁড়িতে বসবেন তিয়াসা? তার পাত্রই বা কে?
টলিউডের এই অভিনেত্রীর জীবনে নতুন প্রেম নিয়ে এসেছেন টলিউডেরই এক অভিনেতা সোহেল দত্ত। আসলে তিয়াসা ডিভোর্সী। তার প্রথম স্বামী ছিলেন সুবান রায়। তিনিও বাংলা সিরিয়ালের অভিনেতা ছিলেন। কৃষ্ণকলি ধারাবাহিক থেকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর সুবান ও তিয়াসার মধ্যে সমস্যার সূত্রপাত হয়। ফলস্বরূপ কিছুদিনের মধ্যেই ডিভোর্স হয়ে যায় দুজনের। ডিভোর্সের কিছুদিনের মধ্যেই সোহেলের সঙ্গে তিয়াসার প্রেম নিয়ে নতুন করে চর্চা শুরু হয়। অবশেষে তাতে সিলমোহর দিলেন অভিনেত্রী।
সম্প্রতি সোহেলের প্রি বার্থডে পার্টি ছিল। কলকাতার এক নামী রেস্তোরাতে কাছের বন্ধু বান্ধবীদের নিয়ে পার্টির আয়োজন করেছিলেন সোহেল। আদৃত রায়, অনন্যা গুহ, দেবাদৃতা বসু, সৌরভ দত্ত, দর্শনা বণিক ইত্যাদি আরও অনেক তারকা উপস্থিত ছিলেন এই পার্টিতে। উপস্থিত ছিলেন তিয়াসাও। জন্মদিনের পার্টির মধ্যেই তিয়াসা ও সোহেলের কেমিস্ট্রি দেখে নেটিজেনরা বেশ বুঝতে পেরেছেন তাদের সম্পর্কের কথা। বিশেষ করে অভিনেতা সায়ক চক্রবর্তীর ভ্লগে দেখা গেল অনন্যা ফেব্রুয়ারি মাসে এনগেজমেন্ট করবেন জেনে তিয়াসা তার হাতের আংটি দেখিয়ে বলেন, “আমিও এনগেজড।” অনন্যা তখন বলেন, “এনগেজমেন্ট রিং মাঝের আঙুলে কেউ পরে না।” শুনে তিয়াসা বলেন, “আরে ওই আঙুলে ফিট করছিল না।”
আরও পড়ুন : একটা হিট সিরিয়াল দিয়ে একের পর এক ফ্লপ! কেন কমছে টেলি নায়িকাদের জনপ্রিয়তা?
আরও পড়ুন : জি বাংলার জগদ্ধাত্রী সিরিয়ালের ছোট্ট কাঁকন আসলে কে?
আসলে সম্পর্ক নিয়ে চর্চার মাঝেই হঠাৎ তিয়াসা এবং সোহেলের মাঝে ঝামেলার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এখন সেসব মিটে গিয়েছে। তিয়াসা নিজেই বলেছেন কিছুদিন আগে তাদের মধ্যে সমস্যা দেখা দিলেও বেশ কিছুদিন আগে তারা আবার এক হয়েছেন। সোহেলের উপর তার রাগ হয়েছিল ঠিকই, কিন্তু সোহেল তাকে এতবার সরি বলেছেন যে তিনি আর রাগ করে থাকতে পারেননি।