কথা নয়, বাস্তবে কার সঙ্গে প্রেম করছে এভি? স্টার জলসার (Star Jalsha) ‘কথা’ (Katha) সিরিয়ালের নায়ক ও নায়িকা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) এবং সুস্মিতা দেকে (Susmita Dey) নিয়ে চলছিল অনেক জল্পনা। সিরিয়ালের পাশাপাশি বাস্তবেও নাকি প্রেম করছেন দুজনে। কিন্তু না, সুস্মিতা নয়। অবশেষে প্রকাশ্যে এল সাহেবের আসল প্রেমিকার নাম।
বিগত বেশ কিছুদিন ধরেই সুস্মিতা এবং সাহেবের প্রেম নিয়ে জোরদার জল্পনা চলছিল। সেই জল্পনা আরও বেড়ে যায় যখন সুস্মিতার বিয়ে ভাঙার খবর আসে। আসলে সুস্মিতার বাগদান হয়ে গিয়েছিল তার আগের প্রেমিকের সঙ্গে। কিন্তু হঠাৎ করেই নায়িকার বিয়ে ভাঙার খবর এসেছে। অন্যদিকে সিরিয়ালের পাশাপাশি বাস্তবেও সাহেব ও সুস্মিতার অনেক রোমান্টিক ছবি ও রিল ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছিল বারবার। এতে ভক্তরা ভেবেছিলেন সত্যিই বুঝি বা তাদের পছন্দের নায়ক ও নায়িকার মধ্যে কিছু চলছে। এমনকি সুস্মিতার বিয়ে ভাঙার জন্য সাহেবকেই দায়ী করা হচ্ছিল। তবে এবার নতুন জল্পনার সূত্রপাত হল সাহেবকে নিয়ে।
সুস্মিতা নন, মডেল স্বাগতা দাসের সঙ্গে বর্তমানে সম্পর্কে আছেন সাহেব ভট্টাচার্য। হ্যাঁ, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সাহেব ও স্বাগতাকে নিয়ে জোরদার জল্পনা চলছে। সাহেবের জন্মদিনে স্বাগতার আদরে শুভেচ্ছা বার্তা পাঠানোকে কেন্দ্র করে শুরু হয় প্রেমের চর্চা। সাহেবের জন্মদিনে রোমান্টিক ছবি শেয়ার করেছিলেন স্বাগতা। ক্যাপশনে লিখেছিলেন, “শুভ জন্মদিন আমার আসল জীবনের হিরো…।” আবার অন্য একটি পার্টিতেও একই ফ্রেমে পরস্পরের বাহুডোরে দেখা গিয়েছে তাদের।
জন্মদিনে লাইভে এসে সুস্মিতার সঙ্গে প্রেম চর্চা নিয়ে সাহেব বলেন, ‘‘সুস্মিতার সঙ্গে আমার রসায়ন নিয়ে অনেক কথা হচ্ছে। দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করছে, সেই নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু আমাদের কাজ হল যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটা ভালোভাবে করা….এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না’’।
আরও পড়ুন : চুপিসারে বিয়ে করলেন ‘আনন্দী’র আদিদেব! রইল পাত্রীর পরিচয়
আরও পড়ুন : দিদি নাম্বার ওয়ানে নিজের জীবন সংগ্রামের গল্প শোনালেন রচনা, দর্শকদের চোখ ভিজে গেল জলে
ওদিকে আবার সম্প্রতি একটি সাক্ষাৎকারে সাহেবের সঙ্গে প্রেম এবং ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা নিয়ে সুস্মিতা বলেন, “দেখা যাক না কী হয়।” তবে তায সম্পর্ক ভাঙার পিছনে সাহেবকে নিয়ে যখন জোর সমালোচনা চলছিল তখন সুস্মিতা বলেন, কোনও সম্পর্ক কোনও তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না। ওই মানুষ দুটোর বোঝাপড়া, পরিস্থিতি এইগুলোর জন্য়ই নষ্ট হয়। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।” তবে এতে কিন্তু বেজায় আঘাত পেয়েছেন কথার ভক্তরা। তাদের দাবি এতে তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলা হচ্ছে।