দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। অল্প বয়সের প্রথম বিয়ে সুখের হয়নি অভিনেত্রীর। মাত্র ১৮ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন পরিচালক সৌরভ চক্রবর্তীকে। ৪ বছরের মাথায় ভাঙ্গে সেই সম্পর্ক। নতুন করে আবার সংসার গড়তে চলেছেন মধুমিতা। কাকে বিয়ে করবেন অভিনেত্রী?
মধুমিতা বিয়ে করতে চলেছেন দেবমাল্য চক্রবর্তীকে (Debmalya Chakraborty)। দেবমাল্য তার ছোটবেলার বন্ধু। দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল ছোট থেকেই। বড় হওয়ার পর তারা বুঝতে পারলেন একে অপরকে কতটা ভালবাসেন। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন দেবমাল্য এবং মধুমিতা। মধুমিতার কথায় দেবমাল্য তার আদর্শ জীবনসঙ্গী। তিনি তাকে খুব বোঝেন। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো।
তবে এ বছর নয়, ২০২৫ সালের প্রথম দিকেই দেবমাল্য এবং মধুমিতার চার হাত এক হবে। যদিও বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। প্রেম এবং বিয়ের আমেজে মজে রয়েছেন অভিনেত্রী। দেবমাল্যকে পেয়ে তিনি খুবই খুশি। তাদের ভালবাসার ভিত খুবই মজবুত। দেবমাল্য সিনেমা দুনিয়ার মানুষ নন। তবে তিনি কী করেন তা গোপনই রেখেছেন অভিনেত্রী। দেবমাল্য এবং মধুমিতার জুটিটাকে খুবই মনে ধরেছে, নেট পাড়ার বাসিন্দাদের।
আরও পড়ুন : সত্যিই কি প্রেমে পড়েছিলেন ঋতুপর্ণা-প্রসেনজিৎ? গোপন সিক্রেট ফাঁস করলেন ঋতুপর্ণা
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের ‘মন মানে না’ নায়িকা? দেখুন এখন কেমন দেখতে হয়েছে তাকে
এর আগে ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সে সৌরভকে বিয়ে করেছিলেন মধুমিতা। তখন ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালের শুটিং চলছিল। ২০১৯ সালে হঠাৎ জানা যায় তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। তবে ডিভোর্সের কারণ গোপনই রেখেছেন দুজনে। পরে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়াতে বহুবার আফসোস জানিয়েছেন মধুমিতা। এবার অতীত ভুলে নতুনভাবে জীবন শুরু করতে চলেছেন টলিউডের এই অভিনেত্রী