ভুলভুলাইয়া ২ এর আয়কে ছাপিয়ে গেল ভুলভুলাইয়া ৩! আয় শুনলে ঘুরে যাবে মাথা

মাত্র ৯ দিনেই ভুলভুলাইয়া ২ (Bhool Bhulaiya 2) এর উপার্জনকে ছাপিয়ে গেল ভুলভুলাইয়া ৩ (Bhool Bhulaiya 3)। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহেও রমরমিয়ে ব্যবসা করছে অনিশ বাজমির এই ছবি। এমনকি ভুলভুলাইয়া ৩ এর কাছে এখন ফিকে হয়ে পড়েছে রোহিত শেট্টির সিংঘম এগেইনও। ভৌতিক-কমেডি ঘরানার এই সিনেমা কত কোটির ব্যবসা করল জানেন?

দিওয়ালি উপলক্ষে গত ১লা নভেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমা। শুরুতেই অজয় দেবগন, করিনা কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, টাইগার শ্রফ, অর্জুন কাপুরদের মত সুপারস্টারদের সিনেমা সিংঘম এগেইনের সঙ্গে টক্কর হয়েছিল ভুলভুলাইয়া ৩ এর। এখনও রোহিত শেট্টির মাল্টিস্টার‌ সিনেমার সঙ্গে সমানে সমানে টক্কর চলছে কার্তিক আরিয়ানের সিনেমার।

Bhool Bhulaiyaa 3

দর্শকদের মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও কার্তিক আরিয়ান, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালানদের এই সিনেমা বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। দিন প্রতিদিন বাড়ছে এর উপার্জন। ভুলভুলাইয়া ২ সিনেমা হলে ৫০ দিন ব্যবসা করার পর তুলেছিল ১৮৬ কোটি ১২ লক্ষ টাকা। অন্যদিকে ভুলভুলাইয়া ৩ মাত্র ৯ দিনেই সেই আয়কে ছাপিয়ে গেল। ৯ দিনে ১৯৮ কোটি ৬৬ লক্ষ টাকা উপার্জন করে রেকর্ড করেছে এই সিনেমা। সেই সঙ্গে ভুলভুলাইয়া ফ্রাঞ্চাইজি সবথেকে বেশি ব্যবসা করা ছবি হয়ে দাঁড়ালো ভুলভুলাইয়া ৩।

আর সিংঘম এগেইনের কথা বললে এতদিনে ২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে ২০৬.৫ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে রোহিত শেট্টির সিনেমাটি। কিন্তু প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে ধীরে ধীরে কমছে এই সিনেমার আয়। সমানে সমানে টক্কর চললেও প্রথম সপ্তাহের উপার্জনের নিরিখে সিংঘম এগেইন ভুলভুলাইয়া ৩ এর থেকে সামান্য এগিয়েছিল। কিন্তু গত শনিবার ও রবিবার সিংঘমকে ছাপিয়ে গিয়েছে রুহ বাবা। শনিবার এবং রবিবার সিংঘম এগেইনের উপার্জন ছিল যথাক্রমে ১২.২৫ এবং ১৩.২৫ কোটি টাকা। অন্যদিকে এই দুদিন লাফিয়ে বেড়েছে ভুলভুলাইয়া ৩ এর আয়। উইকেন্ডে এই সিনেমার উপার্জন ছিল যথাক্রমে ১৫.৫ কোটি টাকা এবং ১৬.৫ কোটি টাকা।

আরও পড়ুন : কেন নিজের দিদিকে লুকিয়ে রাখেন শাহরুখ খান? মান্নাতের আড়ালে লুকিয়ে কোন রহস্য?

Bhool Bhulaiyaa 3

আরও পড়ুন : কমেডি-রোমান্স থেকে থ্রিলার-সাসপেন্স, এই বছর মুক্তি পাচ্ছে এই ৯টি সিনেমা

বক্স অফিস কালেকশনের নিরিখে সিংঘম এগেইনকে সুপারহিট বলা যাবে না এখনও। কারণ ট্রেড এনালিস্টদের বিচারে এই সিনেমা কেবল মুম্বাই সার্কিটে ভালো ব্যবসা করছে। গোটা ভারতের নিরিখে ভুলভুলাইয়া ৩ কে পেছনে ফেলতে পারেনি এই সিনেমা। ভারতের অন্যান্য জায়গাতে কিন্তু রুহু বাবারই রাজত্ব চলছে। আর তাছাড়া মাল্টিস্টারার সিংঘম এগেইনের বাজেটই অনেক বেশি। সেখানে সিনেমার এই আয় আশাপ্রদ নয়। এমনটাই বলছেন সিনেমা বিশেষজ্ঞরা।