আজ স্বাধীনতা দিবস। ২০২৪ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশ জুড়ে বিভিন্ন ইন্ডাস্ট্রি নতুন নতুন ছবি মুক্তি দিতে চলেছে। টলিউড, বলিউড থেকে সাউথ, বাদ নেই কোনো ইন্ডাস্ট্রিই। স্বাধীনতা দিবস উপলক্ষে হিন্দি, বাংলা এবং সাউথে কোন কোন সিনেমা মুক্তি পাচ্ছে? আপনি কোনটা দেখবেন? এই তালিকা থেকে দেখে বেছে নিন।
স্ত্রী ২ (Stree 2) : স্বাধীনতা দিবসেই মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’ হরর কমেডি ফ্রাঞ্চাইজির পরবর্তী পার্ট ‘স্ত্রী ২’। ২০১৮ সালে যখন এই সিনেমার প্রথম পার্ট মুক্তি পেয়েছিল তখন তা খুবই পছন্দ করেছিলেন দর্শকরা। প্রথম দিনের অ্যাডভান্স টিকিট বুকিং ১০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে। যা ‘টাইগার ৩’, ‘ব্রহ্মাস্ত্র’কেও ছাপিয়ে গিয়েছে।
বেদা (Vedaa) : স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ধর্মী সিনেমা বেদা। এই সিনেমার অ্যাডভান্স বুকিং ৪৯ লক্ষ টাকার কাছাকাছি। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জন আব্রাহাম এবং শর্বরী।
খেল খেল মে (Khel Khel Mein) : অক্ষয় কুমারের এই সিনেমাটিও রয়েছে তালিকাতে। মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমা। ৪৫ লক্ষ টাকার কাছাকাছি অ্যাডভান্স বুকিং হয়েছে এই সিনেমার।
থাঙ্গালান (Thangalaan) : এই সিনেমাটি একটি তামিল ঐতিহাসিক ড্রামা ধর্মী সিনেমা। যেখানে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন চিয়ান বিক্রম। স্বাধীনতা দিবসে যারা ভালো মানের নতুন সাউথ সিনেমার অপেক্ষায় আছেন তাদের জন্য এটা একটা ভালো বিকল্প।
ডাবল ইস্মার্ট (Double iSmart) : রাম পথিনেনি এবং সঞ্জয় দত্ত অভিনীত এই সিনেমাটি একটি অ্যাকশন ধর্মী সিনেমা। যারা অ্যাকশন ধর্মী তেলেগু সিনেমার অপেক্ষায় আছেন, তারা আজ দেখতে পারেন এই সিনেমাটি।
আরও পড়ুন : ধর্ষণের চরম শাস্তি দেখানো হয়েছে এই ৪ সিনেমাতে! যা বদলে দিতে পারে সমাজ
মিস্টার বচ্চন (Mr Bachchan) : হরিশ শংকর পরিচালিত তেলেগু রোমান্টিক অ্যাকশন ছবি মিস্টার বচ্চন মুক্তি পাবে আজ। মুখ্য ভূমিকায় আছেন রবি তেজা এবং ভাগ্যশ্রী বোর্সে।
ভৈরথি রানাগাল (Bhairathi Ranagal) : আজ মুক্তির অপেক্ষায় আছে এই কন্নড় সিনেমাটিও। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ডঃ শিবা রাজকুমার। অ্যাকশন ধর্মী এই সিনেমাটিরও ভালো ব্যবসা করার সম্ভাবনা আছে।
আরও পড়ুন : আন্তর্জাতিক মঞ্চে বাংলা ছবির জয়জয়কার! সেরার সেরা সম্মান পেল এই ৩ সিনেমা
হান্ট (Hunt) : যদি আজ কেউ হরর থ্রিলার সিনেমা দেখতে চান তাহলে দেখে আসতে পারেন মালায়ালাম ছবি হান্ট। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন ভাবনা। এই সিনেমার দুর্দান্ত ট্রেলার খুবই পছন্দ হয়েছে দর্শকদের।
পদাতিক (Padatik) : সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তি দিন আজ। এই সিনেমাটি আসলে মৃণাল সেনের বায়োগ্রাফি। যেখানে মুক্ত ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ। সিনেমাটি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে।
আরও পড়ুন : ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, দেখুন মুক্তির তারিখ ও দিনক্ষণ
বাবলি (Babli) : রাজ চক্রবর্তীর পরিচালিত বাবলি সিনেমাটিও মুক্তি পাবে আজ। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলী, আবির চ্যাটার্জী ও সৌরসেনী মৈত্র। বুদ্ধদেব গুহর লেখা একটি উপন্যাস অবলম্বনে এই সিনেমা বানানো হয়েছে।