সুপারস্টার নাগার্জুনের স্ত্রী একজন বাঙালি! জেনে নিন তার আসল পরিচয়

দক্ষিণ ভারতীয় সুপারস্টার নাগার্জুনকে (Nagarjuna Akkineni) তো সকলেই চেনেন। তিনি শুধু দক্ষিণ ভারতের নন, সম্পূর্ণ ভারতের সুপারস্টার। তবে তার স্ত্রী অমলা মুখোপাধ্যায়কে (Amala Akkineni) চেনেন? জানেন কি কোন বাঙালি সুন্দরীকে বিয়ে করেছেন তিনি? আজকের এই প্রতিবেদন থেকে জানুন ‌ নাগার্জুনের দ্বিতীয় স্ত্রী অমলা মুখোপাধ্যায়ের পরিচয়। যিনি আসলে নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের সৎ মা।

নাগার্জুন ১৯৮৪ সালে বিয়ে করেছিলেন লক্ষ্মী ডগ্গুবাতীকে। লক্ষ্মী ছিলেন দক্ষিণের জনপ্রিয় চিত্র প্রযোজক রামা নাইডুর মেয়ে। তাদের বিয়ে হয়েছিল সম্বন্ধ করে। কিন্তু নাগা চৈতন্যের জন্মের পর স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি দানা বাঁধতে শুরু করে। শেষ পর্যন্ত ১৯৯০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নাগা চৈতন্য থাকতে শুরু করেন তার বাবার কাছে। ঠিক এরপরই নাগার্জুনের সঙ্গে অমলার পরিচয় হয়।

Amala Akkineni

অমলা ছিলেন কলকাতার মেয়ে। ১৯৬৭ সালের ১২ ই সেপ্টেম্বর তার জন্ম হয়। তার বাবা একজন নৌবাহিনী অফিসার। মা আয়ারল্যান্ডের মেয়ে। জন্মের পর অমলা কিছু বছর কলকাতায় বড় হয়েছিলেন। তারপর তার পরিবার চলে যায় চেন্নাইতে। চেন্নাইয়ের কলাক্ষেত্র থেকে ভারতনাট্যম নিয়ে পড়াশোনা করেন অমলা। তিনি ইংরেজি, তামিল এবং তেলেগু ভাষাতে অসাধারণ দক্ষতা অর্জন করেন। সেই সঙ্গে বাংলা ভাষাও তিনি বোঝেন।

অমলার সঙ্গে নাগার্জুনের আলাপ হয় সিনেমা করতে গিয়ে। দেখামাত্রই একে অপরের প্রেমে পড়েছিলেন তারা। ১৯৯২ সালে অমলাকে বিয়ে করেন নাগার্জুন। নাগার্জুনের প্রথম সন্তান নাগা চৈতন্যকে নিজের ছেলের মত আপন করে নিয়েছিলেন তিনি। ১৯৯৪ সালে নাগার্জুন এবং অমলার সন্তান অখিল আক্কিনেনির জন্ম হয়। দুই সন্তানকেই সমান ভালোবাসা এবং স্নেহ দিয়ে বড় করেছেন অমলা।

আরও পড়ুন : সামান্থা অতীত! এই দক্ষিণী নায়িকাকে বিয়ে করলেন নাগা চৈতন্য

Amala Akkineni

আরও পড়ুন : দক্ষিণী অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুজব শোনা যায় যে নিজের মায়ের সঙ্গে নাকি সম্পর্ক রাখেন নাগা চৈতন্য। তবে নাগা তা অস্বীকার করেছেন। সামান্থা রুথ প্রভুর সঙ্গে নাগা চৈতন্যর ডিভোর্সের পর সম্প্রতি শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সেরেছেন নাগা চৈতন্য। সেই অনুষ্ঠানে নাগার দুই মা, লক্ষ্মী এবং অমলা উপস্থিত ছিলেন।