Most Expensive TV Show: বাজেটে সিনেমাকেও হার মানাবে! টিভির সবথেকে দামি শো কোনটি?

Most Expensive TV Show: বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে বড় বড় বাজেটের ছবি তৈরি হতে দেখা যাচ্ছে। বাজেট অনায়াসে ২০০-৩০০ কোটি ছাপিয়ে যাচ্ছে। শুধু সিনেমা নয়, বর্তমানে টিভির জন্য হিন্দি শো নির্মাণেও বাজেট ধরা হচ্ছে আকাশ ছোঁয়া। হিন্দি টেলিভিশনের সবথেকে দামি শো কোনটি জানেন? জানুন এই প্রতিবেদন থেকে।

বিগ বস : বিগত প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে টেলিভিশনের পর্দায় সগর্বে চলছে বিগ বস। নতুন নতুন সিজন আরও বেশি আকর্ষণীয় করার জন্য বাজেটের দিক থেকে খামতি রাখে না নির্মাতারা। বাজেটের একটা বড় অংশ প্রতিযোগীদের পেছনে ব্যয় হয়। তবে বাজেটের অর্ধেক অংশ সালমান খানের পকেটে যায়। প্রত্যেক বছর বিগ বস নির্মাণ করতে প্রায় ৩০০ কোটি টাকা খরচ হয় বলে জানা গিয়েছে।

Siya Ram

সিয়া রাম : শুধু রিয়েলিটি শো নয়, ধারাবাহিক নির্মাণেও কোটি কোটি টাকা খরচ হয় হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। রামায়ণ নির্ভর বহু পৌরাণিক ধারাবাহিক তৈরি হয়েছে হিন্দিতে। তবে সব থেকে বেশি বাজেট ছিল ‘সিয়া রাম’ এর নির্মাণে। খরচ হয়েছিল ৬০০ কোটি টাকা।

রাধা কৃষ্ণ : রাধা কৃষ্ণ হালফিলের মধ্যে সেরা জনপ্রিয় পৌরাণিক ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চলেছে এই সিরিয়াল। এটি নির্মাণে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে।

Mahabharata

মহাভারত : ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত চলেছিল এই ধারাবাহিক। একতা কাপুরের এই সিরিয়ালের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। মহাভারত সিরিয়ালের নির্মাণে আজ থেকে ১০ বছর আগে খরচ হয়েছিল ১০০ কোটি টাকা।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের খুদে আর্টিস্টরা আসলে কে, রইল তাদের আসল পরিচয়

নাগিন : কালার্সের নাগিন সিরিয়ালটি জনপ্রিয়তাও আলাদা করে বলতে হয় না। এই সিরিয়ালের একের পর এক সিজন বেরিয়েছে। নাগিন সিরিয়ালের নির্মাণে ১৩০ কোটি টাকা খরচ হয়েছিল।

Khatron Ke Khiladi

খতরোঁ কে খিলাড়ি : খতরোঁ কে খিলাড়ি রিয়েলিটি শোয়ের‌ও বেশ জনপ্রিয়তা আছে। এই সিরিয়ালের প্রত্যেক সিজনের নির্মাণে ৭০ থেকে ৮০ কোটি টাকা খরচ হয়।

আরও পড়ুন : সিনেমা ছেড়ে সিরিয়াল! বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় কাজ করছেন এই ৬ অভিনেতা

যোধা আকবর : ২০১৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত চলেছিল যোধা আকবর। একতা কাপুরের প্রোডাকশনের এই সিরিয়ালের নির্মাণে তখনকার সময়ে ৫১ কোটি টাকা খরচ হয়েছিল।