Rachna Banerjee Real Name : শুধু টলিউড নয়, রচনা ব্যানার্জীকে নিয়ে রাজ্য-রাজনীতির অন্দরমহলেও চর্চা এখন তুঙ্গে। তৃণমূল শাসক দলের হয়ে ২০২৪ এর লোকসভা নির্বাচনে লড়বেন বলে হুগলি থেকে প্রার্থী হয়ে দাঁড়ালেন রচনা। বিনোদন দুনিয়ার পাশাপাশি এখন রাজনীতিতেও আলোচিত হচ্ছে তার এই নাম। তবে এটা যে রচনা ব্যানার্জীর আসল নাম নয় সেটা কি আপনি জানতেন?
রচনা ব্যানার্জীর আসল নাম কী?
রচনা ব্যানার্জী, যে নামে বছরের পর বছর ধরে তাকে চিনেছে মানুষ সেটা তার আসল নামই নয়। জন্মের পর বাবা-মা তাকে নাম দেন ঝুমঝুম ব্যানার্জী। ‘রচনা’ নামটি টলিউডে পা রাখার পর পেয়েছিলেন তিনি। ১৯৯৩ সালে যখন রচনার অভিনয় জীবন শুরু হয় ‘দান প্রতিদান’ সিনেমার হাত ধরে তখন থেকেই তিনি এই নামে পরিচয় পেতে থাকেন। কিন্তু কেন নাম বদলাতে হয়েছিল রচনাকে?
কেন নাম বদলাতে হয়েছিল রচনাকে?
রচনা তার কেরিয়ার শুরু করার ঠিক আগের মুহূর্তে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেই প্রতিযোগিতায় ফাইনালে জিততে না পারলেও টলিউডের দরজা খুলে যায় তার জন্য। পরিচালক সুখেন দাস ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবার বন্ধু। বন্ধু কন্যাকে সিনেমাতে নিয়ে আসতে চেয়েছিলেন তিনি। তিনিই রচনার নতুন নামকরণ করেন।
সুখেন দাস বলেন ঝুমঝুম নামটা একেবারেই চলবে না। শুনলে যেন মনে হবে মুনমুনের মেয়ে ঝুমঝুম। অনেক ভেবেচিন্তে তিনি ঝুমঝুমের জন্য ‘রচনা’ নামটি বেছে নেন। ‘রবীন্দ্র রচনাবলী’ থেকে নামটি নিয়েছিলেন তিনি। পরে এই নামেই টলিউড এবং উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন রচনা।
আরও পড়ুন : যীশু নাকি রচনা, বাংলা টেলিভিশনের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সঞ্চালক কে?
উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে রচনার জুটি হয় সুপারহিট। আর টলিউডে প্রসেনজিৎ-রচনার জুটির জনপ্রিয়তার কথা আলাদা করে বলতে হয় না। প্রসেনজিৎ-ঋতুপর্ণার জুটির পর প্রসেনজিতের সঙ্গে কেবল রচনারই জুটি এতটা জনপ্রিয়তা পায় যে তারা একসঙ্গে ৩৫ টি ছবিতে অভিনয় করেন।
আরও পড়ুন : দিদি নম্বর ওয়ানে এপিসোড পিছু কত বেতন পান রচনা ব্যানার্জী?
এখন আর ঝুমঝুম নামটা কোথাও ব্যবহারই করেন না রচনা। তার বার্থ সার্টিফিকেট এবং স্কুল-কলেজের নথিপত্রে এই নামটা রয়ে গিয়েছে। আর তিনি ‘রচনা’ নামে গেঁথে রয়েছেন লক্ষ লক্ষ মানুষের মনে। তাই ঝুমঝুম নামে তাকে কেউ আর ডাকে না। রচনার আসল নামটা এখন শুধু কিছু অফিসিয়াল কাগজপত্রেই রয়ে গিয়েছে।