শাহজাহানের গয়না, কোহিনূরের মত দামি হীরে! কী কী গয়না রয়েছে নীতা আম্বানির কাছে?

Nita Ambani Jewellery : গুজরাটের জামনগরে ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে নীতা আম্বানির সাজপোশাক, বিশেষ করে গয়না নজর কেড়েছিল সকলের। দামী পাথরের যে নেকলেস নীতা আম্বানি পরেছিলেন সেটার দাম নাকি ৫০০ কোটি টাকার কাছাকাছি! তবে এই গয়নাকেও মাত দিতে পারে নীতা আম্বানির বাজুবন্ধ থেকে আংটি। কারণ সেগুলো নাকি খোদ মুঘল সম্রাটদের (Mughal Empire) গয়না!

নীতা আম্বানির হাতে শাহজাহানের গয়না!

সম্প্রতি নীতা আম্বানির বাজুবন্ধ দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত একটি সৌন্দর্য প্রতিযোগিতায় নীতা আম্বানি পরেছিলেন এই গয়না। কালো রঙের বেনারসীর উপর জংলা মিনাকারির কাজ, ডান হাতে ব্লাউজের উপর শোভা পাচ্ছে অপরূপ সুন্দর বাজুবন্ধ। যা নাকি একসময় সম্রাট শাহজাহানের পাগড়ী বা মুকুটে থাকত।

Nita Ambani Jewellery

পঞ্চম মুঘল সম্রাট শাহজাহানের পাগড়ী বা মুকুটে যে ‘কলগি’ ছিল সেটাই এখন বাজুবন্ধের মত করে ব্যবহার করছেন নীতা। সোনা দিয়ে বাঁধানো ১৩.৭ সেন্টিমিটার লম্বা এবং ১৯.৮ সেন্টিমিটার চওড়া এই কলগিতে হীরে, চুনি ও স্পাইনেলের কাজ রয়েছে। এর মূল্য তো আকাশ ছোঁয়া হবেই। তবে এর যা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেটা অমূল্য।

নীতা আম্বানির হাতে মুঘল আমলের হীরের আংটি

শুধু শাহজাহানের কলগি নয়, অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনে নীতা আম্বানির হাতে যে হীরের আংটি চোখ ধাঁধিয়ে দিয়েছিল সেটাও নাকি মুঘল আমলের। ‘মিরর অফ প্যারাডাইস’ নামের সেই হীরে আসলে পৃথিবী বিখ্যাত গোলকোন্ডার হীরে। নীতা আম্বানি এশিয়া খ্যাত ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী। তার গয়নার সম্ভারে এমনই সব রত্ন থাকবে তাতে আর আশ্চর্য কি?

Nita Ambani Jewellery

তবে শাহজাহানের কলগী থেকে শুরু করে মুঘল আমলের হীরের আংটি নীতা আম্বানির কাছে দেখে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। আসলে এই ধরনের ঐতিহাসিক গুরুত্ব সমৃদ্ধ সামগ্রী ভারত সরকারের সম্পদ। সেগুলো সংগ্রহশালাতে থাকার কথা। নীতা আম্বানি সেগুলো কিনতে পারেন কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। আবার কেউ কেউ মনে করছেন হতেও পারে নীতা মুঘলদের গয়না দেখে অনুপ্রাণিত হয়ে সেই ধরনেরই ডুপ্লিকেট গয়না বানিয়েছেন।

আরও পড়ুন : ছেলের বিয়েতে কত টাকা খরচ করলেন মুকেশ আম্বানি? টাকার অঙ্ক শুনলে হাঁ হয়ে যাবেন

Nita Ambani Jewellery

আরও পড়ুন : দাম ১৫ কোটি টাকা! অনন্ত আম্বানির এই হাতঘড়ির বিশেষত্ব কি কি?

নীতা আম্বানির গয়নার কালেকশন

নীতা আম্বানির কাছে এমন বহু দুষ্প্রাপ্য হীরে জহরত রয়েছে যা পৃথিবীতে আর কারও কাছে নেই। লাল হিরে, পান্না, নীলকান্তমনি, চুনি, প্ল্যাটিনাম, টোপাজ, রেড বেরেল, ক্যাটস আইয়ের মত দামী দামী পাথরের গয়না আছে তার কাছে। তিনি তার বড় বৌমা শ্লোকা মেহতাকে ছয় কোটি মার্কিন ডলার বা ৪৯৭ কোটি টাকার হীরের নেকলেস দিয়েছিলেন। যা পৃথিবীর সব থেকে দামি নেকলেসগুলির মধ্যে অন্যতম।

 

View this post on Instagram

 

A post shared by Nita Ambani (@nita_ambanii)