ছেলের বিয়েতে কত টাকা খরচ করলেন মুকেশ আম্বানি? টাকার অঙ্ক শুনলে হাঁ হয়ে যাবেন

অনন্ত-রাধিকার বিয়েতে কত খরচ হল? টাকার অঙ্ক ঘুরিয়ে দেবে মাথা

Anant Ambani Wedding : ২০২৪ সালে ভারতের সবথেকে বেশি বাজেটের ও বহুল চর্চিত বিয়ে হতে চলেছে অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়ে। আগামী ১২ ই জুলাই তারা সাতপাকে বাঁধা পড়বেন। গত ১ লা মার্চ থেকে ৩ রা মার্চ পর্যন্ত তাদের প্রাক বিবাহের অনুষ্ঠান চলেছে। বিয়ের আগে এই তিন দিনের অনুষ্ঠানেই মুকেশ আম্বানি যে পরিমাণ খরচ করেছেন তা শুনলে মাথা ঘুরবে।

Anant Ambani And Radhika Merchant Pre Wedding

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। বলতে গেলে আম্বানিদের বর্তমান জেনারেশনের এটাই শেষ বিয়ে। তাই বিয়েতে যে ধুমধাম হবেই তা তো নিশ্চিত। কিন্তু ছেলের প্রাক বিবাহের আয়োজনেই চোখ ধা দিয়ে দিলেন মুকেশ আম্বানি। হলিউড-বলিউড তারকাদের উপস্থিতি, দেশ-বিদেশের নামিদামী ব্যক্তিত্বদের আগমনে অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং ইভেন্ট যেন চাঁদের হাট।

Anant Ambani And Radhika Merchant`s Pre Wedding

স্বাভাবিকভাবেই এখন সকলের মনে প্রশ্ন উঠছে ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে কত টাকা খরচ করলে মুকেশ আম্বানি? যে বিয়েতে এক রাতে নাচ-গান করার জন্য হলিউড তারকা রিহানা পান ৬৬ থেকে ৭৪ কোটি টাকা! ২৫০০ রকম পদ রান্না হয়! অতিথিদের জন্য থাকা-খাওয়া, রূপচর্চা, ফ্যাশনের সমস্ত অত্যাধুনিক ব্যবস্থা থাকে তেমন বিয়ের বাজেট সাধারণত সাধারণের কল্পনার বাইরেই হবে।

অনন্ত ও রাধিকার বিয়ের বাজেট কত?

অনন্ত ও রাধিকার বিয়ের বাজেট সম্পর্কে খোদ আম্বানি পরিবারের তরফ থেকে জানানো হয়নি কিছুই। তবে MensXP -এর তরফ থেকে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে এই অনুষ্ঠানে ১২০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ১০০০ কোটি টাকা খরচ হয়েছে। যা মুকেশ আম্বানির মোট সম্পত্তির ০.১%। আম্বানিদের মোট সম্পত্তি এখন ১১৩ বিলিয়ন ডলারের।

Anant Ambani Wedding

অনন্ত ও রাধিকার বিয়েতে কী কী এলাহী আয়োজন ছিল

আরও পড়ুন : অনন্ত আম্বানির বিয়েতে নেচে কত টাকা নিলেন শাহরুখ খান?

অনন্ত ও রাধিকার প্রিয় ওয়েডিং অনুষ্ঠানে বাবুর্চির সংখ্যা ছিল ৬৫ জন। ব্রেকফাস্টে ৭৫ রকমের পদ, দুপুর ও রাতের খাবারে ২৫০ টি করে পদ, মধ্যরাতের জন্য ৭৫ টি পদের ব্যবস্থা ছিল। তিন দিনে অতিথিদের জন্য ২৫০০ রকমের পদ রান্না হয়। এক রান্না কখনও ২ বার দেওয়া হয়নি অতিথিদের। মেনুর মধ্যে ভারতীয় খাবার দাবারের পাশাপাশি থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি, প্যান এশিয়ান খাবার দাবার ছিল।

Anant Ambani Wedding

আরও পড়ুন : শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ! কেন এত মোটা হয়ে গিয়েছেন অনন্ত আম্বানি?

অনুষ্ঠানে তারকাদের নাচ-গানের নানা মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানেই যদি ১০০০ কোটি টাকা খরচ করেন আম্বানি তাহলে বিয়ের আসল অনুষ্ঠানের বাজেট তো মাত্রা ছাড়িয়ে যাবে। তাই সকলের নজর এখন আগামী ১২ই জুলাইয়ের দিকে।