Anant Ambani Wedding : ১লা মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির (Anant Ambani) প্রাক বিয়ের অনুষ্ঠান (Pre Wedding Celebration)। অনন্ত এবং তার দীর্ঘদিনের বান্ধবী রাধিকা মার্চেন্ট (Radhika Merchant) আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়বেন ১২ই জুলাই। এটা তাদের প্রি ওয়েডিং সেলিব্রেশন। যেখানে থাকছে নানা চমক। তার মধ্যে অন্যতম চমক হলিউডের (Hollywood) পপ গায়িকা রিহানার (Rihanna) গান। চমকে দেবে তার এক রাতের পারিশ্রমিকের অংকটা।
Anant Ambani and Radhika Merchant’s Wedding
গুজরাটের জামনগরে মহা ধুমধাম করে অনন্ত ও রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশানের আয়োজন হয়েছে। খাওয়া-দাওয়া থেকে নাচ-গান, তিনদিন ধরে চলবে এলাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বিদেশ থেকে এসে পৌঁছেছেন রিহানা, অ্যাডাম ব্ল্যাকস্টোন, জে ব্রাউনরা। গানের তালে নেচে আসর জমাবেন বলিউড তারকারা। তবে নাচ-গাইয়েদের মধ্যে রিহানার পারিশ্রমিক সবথেকে বেশি।
উল্লেখ্য, ২০১৮ সালে মেয়ে ইশা আম্বানির সংগীত অনুষ্ঠানে গান গাইতে বেয়ন্সকে ৩৩ কোটি টাকা দেওয়া হয়েছিল। রিহানার ক্ষেত্রে পারিশ্রমিকের অংকটা বেড়েছে দ্বিগুণ। শোনা যাচ্ছে অনন্ত-রাধিকার সংগীতে এক রাতের জন্য গান গাইতে ৬৬ থেকে ৭৪ কোটি টাকা নিচ্ছেন রিহানা। তবে রিহানা শুধু একা নন, অরিজিৎ সিং, দিলজিত দোসাঞ্ঝদের মত ভারতীয় গায়করাও আসর জমাবেন।
রিহানার পারিশ্রমিক সম্পর্কে আন্দাজ মিললেও অরিজিত, দিলজিতরা কে কত পারিশ্রমিক পাচ্ছেন তা জানা যায়নি। তবে তাদের ক্ষেত্রে টাকার অংকটা যে হলিউড গায়িকাকে ছাপাতে পারবে না তা নিশ্চিত। আবার শোনা যাচ্ছে ছেলের বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য বলিউড তারকাদের মোটা অংকের পারিশ্রমিক দেবেন মুকেশ আম্বানি।
অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকাতে বলিউড তারকারাও রয়েছেন। রণবীর কাপুর আলিয়া ভাট থেকে শুরু করে শাহরুখ খানরা নাচবেন এই অনুষ্ঠানে। তার জন্য নাকি কয়েক লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হবে তাদের। আবার এও শোনা যাচ্ছে মুকেশ আম্বানির সঙ্গে যেহেতু শাহরুখ খানের বন্ধুত্বের সম্পর্ক তাই নাকি পারিশ্রমিক নেবেন না শাহরুখ।
আরও পড়ুন : রুপে লক্ষ্মী গুণে সরস্বতী, মুকেশ আম্বানির হবু বউমা আসলে কে?
View this post on Instagram
আরও পড়ুন : মুকেশ আম্বানির ছেলের বিয়েতে অতিথিদের জন্য থাকছে এইসব এলাহী আয়োজন
তিন দিনব্যাপী অনুষ্ঠানে এক একদিন এক এক রকম থিম রাখা হয়েছে। প্রথম দিনের থিম ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। দ্বিতীয় দিনের থিম ‘আ ওয়াক অন দা ওয়াইল্ড সাইড’। তৃতীয় দিনের দুটি থিম রয়েছে, ‘টাস্কার ট্রেলস’ এবং ‘হস্তাক্ষর’।