আগামী মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে চলছে চূড়ান্ত সমালোচনা। অবশ্য কেউ কেউ তাদের সমর্থন জানিয়ে পক্ষেও কথা বলছেন। তাদের মধ্যে অন্যতম হলেন পিঙ্কি ব্যানার্জী (Pinky Banerjee)। কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী খোদ কাঞ্চন ও শ্রীময়ীকে ‘সাধুবাদ’ দিয়েছেন। তবুও তাকে কড়া কথা শোনালেন শ্রীময়ী! কিন্তু কেন?
এই বছরের জানুয়ারি মাসেই কাঞ্চন ও পিঙ্কির দীর্ঘ প্রায় ১০ বছরের দাম্পত্যের অবসান হয়েছে। নেপথ্যে অবশ্য কারণ হিসেবে শ্রীময়ীকেই দায়ী করেন পিঙ্কি। ডিভোর্সের ৩৫ দিনের মাথায় শ্রীময়ীকে বিয়ে করতে চলেছেন কাঞ্চন মল্লিক। প্রাক্তন স্বামীর বিয়ের খবর পেয়ে সংবাদমাধ্যমের কাছে পিঙ্কি বলেন, “দুজনকে খুব সাধুবাদ জানাই যে ফাইনালি তারা সাহস জোগাড় করে বিয়েটা করছেন।”
পিঙ্কির এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন এবার শ্রীময়ী। কাঞ্চনের প্রাক্তনের প্রতি নতুন স্ত্রীর চাঁচাছোলা মন্তব্য, “যে আমার স্বামীর জীবনে অতীত আমি তার কাছ থেকে আমার সম্পর্কে কোনও মন্তব্য গ্রহণ করতে নারাজ।” আনন্দবাজারকে তিনি বলেছেন, ‘‘আমি কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছি, কোনও সাহসিকতা দেখানোর জন্য নয়। যারা কাঞ্চনকে ছেড়ে গেছেন, তাঁরা নিজেদের মতো করে ভালো থাকুন, দয়া করে আমাদের উপর কুদৃষ্টি দেবেন না’’।
আর কাঞ্চন কী বললেন? তার মন্তব্য, “আমি কাকে বিয়ে করবো তার উত্তর আমার প্রাক্তনকে দেওয়ার প্রয়োজন মনে করি না”। তিনি আরও বলেছেন, “কোনও তৃতীয় ব্যক্তি আমার ভালো থাকা নিয়ে মতামত দিক একদম চাই না।” কাঞ্চন-পিঙ্কির একমাত্র ছেলে ওশ মায়ের কাস্টডিতে থাকবে। এই প্রসঙ্গে কাঞ্চনের মন্তব্য, “একজন নাবালক ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করতে চেষ্টা করিনি।”
কাঞ্চন আরও বলেছেন, “স্বামী ও বাবা হিসেবে যতটুকু করা যায়। মা ও ছেলের জন্য ততটুকু করেছি। মোটা টাকা খোরপোষ দিয়েছি। সেই টাকা দুজনের মধ্যে সমবন্টন হয়েছে। আমি আর পেছনে তাকাতে চাই না।” উল্লেখ্য, কাঞ্চন মল্লিক ৫৬ লক্ষ টাকা দিয়েছেন পিঙ্কিকে। যেটা তার সম্পত্তির প্রায় অর্ধেক অংশ।
আরও পড়ুন : কত টাকার মালিক কাঞ্চন মল্লিক? জানলে ঘুরে যাবে মাথা
আরও পড়ুন : কাঞ্চনের থেকে কত ছোট শ্রীময়ী? বয়সের পার্থক্য শুনলে হাঁ হয়ে যাবেন
পিঙ্কি ব্যানার্জী নিজেই সংবাদ মাধ্যমের কাছে টাকার অংকটার খোলাসা করেন। যদিও পিঙ্কি দাবি করেছেন এই টাকার সবটাই তাদের ছেলে পাবে। ছেলেকে মানুষ করতে তিনি এই টাকা খরচ করবেন। নিজের জন্য একটি পয়সাও নেবেন না।