প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, মাতৃহারা যিশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা

ফের শোকের ছায়া ঘনিয়ে এল টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে। চলে গেলেন স্বর্ণযুগের আরও এক প্রতিভাবান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক (Anjana Bhowmick)। ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন যিশু সেনগুপ্তের (Jisshu Sengupta) শাশুড়ি মা তথা নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjanaa Senguptaa) মা। অসংখ্য জনপ্রিয় টলিউড সিনেমাতে অভিনয় করেছিলেন অঞ্জনা। উত্তম কুমারের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি। তার মৃত্যুতে শোকোস্তব্ধ টলিউড।

বিগত বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত সমস্যাতে ভুগছিলেন অঞ্জনা। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় অঞ্জনার। শনিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক প্রকাশ করছেন টলিউড তারকারা।

Anjana Bhowmick

১৯৪৪ সালে উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয়েছিল অঞ্জনার। তার আসল নাম আরতি ভৌমিক। কোচবিহারের স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি কলকাতায় এসে দমদমের সরোজিনী নাইডু কলেজে ভর্তি হন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন অঞ্জনা। মাত্র ২০ বছর বয়সে তিনি সিনেমায় পা রাখেন। তার অভিনীত প্রথম সিনেমা ছিল ‘অনুষ্টুপ চন্দ’।

ষাটের দশকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন অঞ্জনা ভৌমিক। ৬০ থেকে ৮০ এর দশকে একাধিক বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য চৌরঙ্গী, রাজদ্রোহী, থানা থেকে আসছি, নায়িকা সংবাদ ইত্যাদি। উত্তম কুমারের সঙ্গে তার জুটির দর্শকরা বেশ প্রশংসা করেছেন। বেশ কয়েক দশক তাকে আর ক্যামেরার সামনে দেখা যায়নি।

Anjana Bhowmick And Uttam Kumar

উত্তম কুমারের সঙ্গে পরপর তার ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’ হিট হয়েছে। সৌমিত্র চ্যাটার্জীর সঙ্গে ‘মহাশ্বেতা’ ছবিতেও তার অভিনয় প্রশংসা পেয়েছে। তিনি বিয়ে করেছিলেন নৌবাহিনীর কর্মকর্তা অনিল শর্মাকে। তাদের দুই মেয়ে নীলাঞ্জনা এবং চন্দনা শর্মাও পরবর্তী দিনে পা রাখেন টলিউডে। জিত-চন্দনা জুটির ‘প্রেমী’ সিনেমা বেশ হিট হয়।

আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন মিঠু মুখার্জী? বয়সের ভারে জীর্ণ অভিনেত্রী কীভাবে কাটাচ্ছেন দিন

আরও পড়ুন : কুচুটে, দজ্জাল শাশুড়ি হয়ে অবিরাম কুড়িয়েছেন অভিশাপ, গীতা দের বাস্তব জীবন চরম কষ্টের

শুধু দুই মেয়ে নয়, অঞ্জনা ভৌমিকের নাতনি তথা যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর মেয়ে সারা সেনগুপ্তও পা রেখে টলিউডে। সৃজিত মুখার্জীর ‘উমা’ ছবিতে কাজ করেছে ছোট্ট সারা। কয়েক বছর আগে যিশু সেনগুপ্ত অঞ্জনা ভৌমিক, নীলাঞ্জনা এবং সারাকে ক্যামেরাবন্দি করে ক্যাপশনে লেখেন স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে অঞ্জনা ভৌমিক তার অন্যতম পছন্দের নায়িকা যাকে উত্তম কুমারের সঙ্গে মানাত।