যতই ভিন্ন ভিন্ন চ্যানেলে নিত্যনতুন আধুনিক সংস্করণের মহাভারত সম্প্রচার হোক না কেন, ৯০ এর দশকের দর্শকদের স্মৃতিপটে আজও উজ্জ্বল বি আর চোপড়ার (B. R. Chopra) ‘মহাভারত’ (Mahabharat)। দূরদর্শনে সম্প্রচারিত সেই মহাভারতের শ্রীকৃষ্ণ (Krishna) হয়েছিলেন নীতিশ ভরদ্বাজ (Nitish Bharadwaj)। কয়েক দশক পেরিয়েও এখনো শ্রীকৃষ্ণ হিসেবেই মনে রেখেছেন তাকে দর্শকরা। সেই নীতিশের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ! কেন জানেন?
মহাভারতের শ্রীকৃষ্ণের জীবন অতিষ্ঠ করে তুলেছেন প্রাক্তন স্ত্রী!
সম্প্রতি নিজেরই প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন নীতিশ। প্রাক্তন স্ত্রী স্মিতা গাতের (Smita Gate) বিরুদ্ধে তার অভিযোগ তিনি নাকি তাদের জমজ সন্তানদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না স্বামীকে। স্ত্রীর বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন অভিনেতা। উল্লেখ্য, নীতিশের প্রাক্তন স্ত্রী স্মিতা একজন IAS অফিসার এবং তিনি হলেন নীতিশের দ্বিতীয় স্ত্রী।
নীতিশ ভরদ্বাজের প্রথম স্ত্রী কে?
১৯৯১ সালে মনীষা পাটিলকে বিয়ে করেন নীতিশ। তিনি হলেন ফেমিনার সম্পাদক বিমলা পাটিলের মেয়ে। ২০০৫ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। তাদের দুই সন্তান আরুশ এবং সায়লি। বিচ্ছেদের পর ছেলে এবং মেয়ে মায়ের সঙ্গে এখন লন্ডনের হাউন্সলো মিডিলসেক্সে থাকেন। বাবার সঙ্গে তাদের তেমন যোগাযোগ নেই।
দ্বিতীয় বিয়েও সুখের হয়নি নীতিশ ভরদ্বাজের
২০০৯ সালে স্মিতা গাতেকে বিয়ে করেন নীতিশ। স্মিতা হলেন মধ্যপ্রদেশ ক্যাডারের ১৯৯২ সালের ব্যাচের IAS অফিসার। তাদের দুই যমজ কন্যা সন্তান হয়। যাদের নাম দেবযানী এবং শিবরঞ্জিনী। তবে বিধি বাম। ২০১৯ সালে নীতিশের দ্বিতীয় বিয়েটাও ভেঙে যায়। ২০২২ সালে আইনত ডিভোর্স নেন দুজনে। এখন তার দুই মেয়ে মায়ের সঙ্গে ইন্দোরে থাকেন।
প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ নীতিশ ভরদ্বাজের
স্মিতার বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন নীতিশ। তিনি ভোপালের পুলিশ কমিশনার হরিনারায়ণ চারি মিশ্রকে চিঠি লিখেছেন তার অভিযোগ জানিয়ে। নীতিশের অভিযোগ দুই কন্যা সন্তানের সঙ্গে নাকি তাকে দেখাই করতে দিচ্ছেন না স্মিতা। অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনার বলেছেন, “আমরা ওর অভিযোগ পত্রটি পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। গোটা বিষয়টা পর্যালোচনা করে দেখা হচ্ছে।”
আরও পড়ুন : রামায়ণের ‘জাম্বুবান’ আসলে কে? রইল মুখোশের আড়ালের সেই অভিনেতার আসল পরিচয়
এখন কী করছেন নীতিশ ভরদ্বাজ?
মহাভারতে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করার পর বিষ্ণু পুরাণ, রামায়ণ, গীতা রহস্য সহ একাধিক টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সেই সঙ্গে বেশ কিছু সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে নীতিশকে। তিনি হৃত্বিক রোশনের ‘মহেঞ্জোদারো’ ছবিতেও অভিনয় করেছিলেন। ‘কেদারনাথ’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিল তার। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হওয়া ওয়েব সিরিজে প্রধানমন্ত্রীর গুরুর চরিত্রে অভিনয় করেছিলেন নীতিশ।