অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং! বন্ধ হয়ে গেল সমস্ত বাংলা সিরিয়ালের শুটিংয়ের কাজ

মঙ্গলবার সাত সকালেই হল ছন্দপতন। টলিপাড়ার দৈনন্দিন কর্মসূচিতে বাঁধা পড়ল টেকনিশিয়ানদের একাংশের কর্ম বিরতির ডাকে। টেকনিশিয়ানদের এই কর্ম বিরতির ডাকে স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে একাধিক সিরিয়ালের (Bengali Serial) শুটিং। কিন্তু কেন হঠাৎ বন্ধ হল কাজ? এই কর্ম বিরতি ডাকার কারণ কি?

এই কর্ম বিরতি ডাকার কারণ কী?

জানা গেছে, ইলেকট্রিশিয়ান গিল্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণের ফলেই মঙ্গলবার থেকে কর্ম বিরতির ডাক দিয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার ইলেকট্রিশিয়ান গিল্ডের কিছু সদস্যকে গিল্ডের আসন্ন নির্বাচনে দাঁড়াতে বাধা দেওয়া হচ্ছে। ক্রমাগত হুমকিও দেওয়া হচ্ছে তাদের। তার ফলেই এই কর্ম বিরতির ডাক দেওয়া হয়েছে।

KOTHHA

কী দাবী ইলেকট্রিশিয়ান গিল্ডের?

গিল্ডের একাংশদের বিরুদ্ধে অন্য সদস্যদের দাবি, তারা নির্বাচিত সদস্য এবং এই ভোটে না দাঁড়ালে নিজেদের অসুবিধা বা সুবিধা জানাতে পারবেন না তারা। তাদের যদি ভোটে দাঁড়াতে না দেওয়া হয় তাহলে আর কোন কাজ করবেন না তারা। তাদের দাবি যতদিন মেনে নেওয়া হবে না, ততদিন কাজ বন্ধ থাকবে।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং

মঙ্গলবার এই প্রসঙ্গে এক সহকারি পরিচালক বলেন, “সকাল থেকেই কাজ বন্ধ। কি করবো জানি না। ফ্লোরে অনেকক্ষণ ধরে ইউনিট বসেই রয়েছে। কখন কাজ শুরু হবে বুঝতে পারছি না। অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে থাকলে তো ভীষণ সমস্যা।”

KAR KACHE KOI MONER KATHA

কী বললেন সভাপতি স্বরূপ বিশ্বাস?

এই বিষয়টি নিয়ে আনন্দবাজার অনলাইনে তরফ থেকে যোগাযোগ করা হয় ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতির সঙ্গে। অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ হয়ে থাকবে কিনা জিজ্ঞাসা করায় সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “সকালে একটু সমস্যা হয়েছিল। কিন্তু পরে সমস্যা মিটে গেছে।”

আরও পড়ুন : বউ পিটিয়ে দুর্নাম, জুটেছে চরিত্রহীন স্বামীর তকমা! মুখ খুললেন পর্দার পরাগ

NEEM PHOOLER MADHU

আরও পড়ুন : দীপা, পর্ণা সবাই ফেল! দর্শকদের বিচারে বাংলা সিরিয়ালের সেরা নায়িকা কে?

তিনি আরো বলেন, “ফেডারেশন কখনোই শুটিং বন্ধ করাতে সমর্থন করে না। আমি এই মুহূর্তে গঙ্গাসাগরে রয়েছি। বিকেলে কলকাতায় ফিরে সমস্যাটা খতিয়ে দেখব। কোন সমস্যা হলে নিশ্চয়ই তার সমাধান হবে।”