ফের আরো একবার বিতর্কের সম্মুখীন হতে হল জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিককে। যারা ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা সকলেই জানেন, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে সৃজন এবং পর্ণা আরো একবার কাছাকাছি এসেছে। বাড়ির সকলে যেখানে খুব খুশি সেখানে একমাত্র ছেলের সংসার ভাঙার জন্য এখনো চিন্তা করে যাচ্ছেন কৃষ্ণা দেবী। এত অব্দি ঠিক ছিল কিন্তু এবার সিরিয়ালে এমন একটি দৃশ্য দেখানো হল যা দেখে ভীষণ ক্ষুব্ধ হলেন দর্শকরা।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছিল ‘বাবুর মা’ নামে মিম। এই ধারাবাহিকে অরিজিতা ওরফে কৃষ্ণা, একমাত্র ছেলে সৃজনকে নিয়ে ভীষণ পজেজিভ। ছেলে বৌমার সঙ্গে একান্ত সময় কাটালেই ভীষণ অসহায় বোধ করেন মা। শুধু তাই নয়, ছেলের বিবাহিত জীবন কিভাবে নষ্ট করা যায় তার জন্য সব সময় চেষ্টা করে চলেছেন তিনি।
কিছুদিন আগেও সৃজন এবং পর্নার মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল। ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায় ব্যাপারটি। কিন্তু পরে সবকিছু মিটমাট হয়ে যায় এবং আবারও কাছাকাছি চলে আসে দুজনে। পর্না ও সৃজনের এই ভালোবাসায় সকলে খুশি হলেও কিছুতেই মনে শান্তি পাচ্ছেন না কৃষ্ণা দেবী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের যে প্রোমোটি দেখানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দরজা বন্ধ করে একে অপরকে ভালোবাসতে ব্যস্ত স্বামী স্ত্রী। কিন্তু সৃজন এবং পর্না যখন একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে, তখনই দরজার বাইরে আড়ি পেতে দাঁড়িয়ে থাকে মা। শুধু তাই নয়, তার চোখ দিয়ে টপটপ করে পড়তে থাকে জল।
এই প্রোমোটি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনা শুরু হয়ে গেছে সর্বত্র। সকলেই ধিক্কার জানিয়েছেন এমন দৃশ্য দেখে। একজন মা কি করে এই কাজ করতে পারে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ লিখেছেন, ছিঃ! এ তো পুরো অশিক্ষার পরিচয়। আবার কেউ কেউ লিখেছেন, এমন কুরুচিকর ভাবনা কোথা থেকে আসে?
আরও পড়ুন : চাকরি ছেড়ে অভিনয়ে এসে অবিরাম জুটছে অভিশাপ! ‘বাবুউউ’র মা হয়ে রাস্তাঘাটেও ভুগছেন অরিজিতা
আরও পড়ুন : এক কাপড়ে বাড়ি ছেড়েছিলেন, খোঁজ রাখেনা বাবা! পর্দার প্রিয়াঙ্কার জীবন খুবই কষ্টের
সোশ্যাল মিডিয়ায় মানুষের এই প্রশ্নগুলির কোন উত্তর দেননি চ্যানেল কর্তৃপক্ষ। তবে সিরিয়ালটির প্রতি মানুষের ক্ষোভ যতই থাকুক না কেন, এই ক্ষোভ এবং বিতর্কই যে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটিকে যে টিআরপির শীর্ষে নিয়ে গেছে তা বোঝাই যায় টিআরপি তালিকা থেকে। বিগত কয়েক মাস ধরেই সেরা তিনে জায়গা ধরে রেখেছে ধারাবাহিকটি।