Year Ender 2023 : ২০২৩ সাল যেমন বহু সেলিব্রিটি ঘর বেঁধেছেন, তেমন অনেক সেলিব্রিটির ঘর ভেঙেও গেছে। কেউ নিজের স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করছেন কেউ আবার ১৯ বছরের সম্পর্ক শেষে নতুন করে ঘর বাঁধছেন। আজ আমরা জানব সেই সমস্ত বলিউড তারকাদের (Bollywood) কথা যারা ২০২৩ সালে সমাজমাধ্যমে জানিয়েছেন তাদের সম্পর্কের ভাঙ্গনের (Break Up) কথা।
Tara Sutaria and Aadar Jain : ২০১৮ সাল থেকে আদর জৈনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া। এই সম্পর্কের কথা প্রথম জানা যায় পরিচালক করন জোহরের দিওয়ালি পার্টিতে। কিন্তু দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে থাকার পর অবশেষে চলতি বছরে নিজেদের সম্পর্কের ভাঙ্গনের কথা জানিয়ে সকলকে চমকে দিয়েছেন এই জুটি।
Kusha Kapila and Zorawar Singh Ahluwalia : বলিউডের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কুশা কপিলা। শিল্পা শেট্টির সঙ্গে সুখী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে জোরওয়ার সিং আলুওয়ালিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। বিয়ের ৬ বছর পর ২০২৩ সালে সেই বিয়ে ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন এই জুটি। Instagram পোস্টে নিজেদের বিচ্ছেদের কথা সকলের সামনে তুলে ধরেন এই তারকা দম্পতি।
Sophie Turner and Joe Jonas : প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস একমাত্র মেয়েকে নিয়ে সুখে সংসার করছেন। কিন্তু প্রিয়াঙ্কার জা সোফি টার্নার এবং দেওর জো জোনাসের বিচ্ছেদের খবর স্বাভাবিকভাবেই অবাক করে দেয় সকলকে। চলতি বছর ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা।
আরও পড়ুন : একটা, দুটো নয়, চার চারটে বিয়ে করেছেন বলিউডের এই ৭ গুণধর জামাই
Isha Koppikar And Timmy Narang : বলিউডের এই সেলিব্রিটি জুটিরও বিয়ে ভেঙেছে এই বছরই। ২০০৯ সালে হোটেল ব্যবসায়ী টিম্মি নারঙকে বিয়ে করেন ইশা কোপিকর। বিয়ের ১৪ বছরের মাথায় তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন। তাদের ১০ বছরের একটি মেয়ে রয়েছে, যার নাম রিয়ানা।
আরও পড়ুন : বিবাহিত জীবনে ব্যর্থ, স্বামীকে ডিভোর্স দিয়ে সাফল্য পেয়েছেন এই ৯ অভিনেত্রী
Abhishek Bachchan And Aishwarya Rai Bachchan : খাতায় কলমে বিচ্ছেদ হয়নি, তবে বছরভর অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনর সম্পর্কের ভাঙ্গন নিয়েও চর্চায় রয়েছে বলিউড। শোনা যাচ্ছে বচ্চন পরিবার থেকে নাকি বেরিয়ে এসেছেন ঐশ্বর্য। অভিষেকও তার হাত থেকে বিয়ের আংটি খুলে ফেলে এই খবরে একপ্রকার সীলমোহরই দিয়েছেন। অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ এখনও বলিউডের হট টপিক।