ভারতবর্ষ তো বটেই, সারা দেশ জুড়ে শাহরুখ খানের (Shah Rukh Khan) ভক্ত সংখ্যা রয়েছে অগণিত। কিং খানের এক ঝলক দেখতে পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা তার বাড়ির সামনে অপেক্ষা করে থাকেন ভক্তরা। বলিউডের এই রোমান্টিক হিরোর সঙ্গে একটিবার কথা বলার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন ভক্তরা। এবার কিং খান নিজেই জানলেন তার ফোন নম্বর (Shah Rukh Khan Mobile Number)।
বলিউডের বাদশা শাহরুখ খানের ফোন নাম্বার কত তা জানার জন্য লক্ষাধিক বার google সার্চ করেছেন ভক্তরা। কিন্তু কোনভাবেই এই ফোন নম্বর পাওয়া সম্ভব হয়নি। কিন্তু এবার হল কৌতূহলের অবসান। শাহরুখ নিজেই বলেন তার ফোন নম্বর কত। কিছু জানতে ইচ্ছা করছে প্রিয় তারকা ফোন নম্বর কত?
বছরখানেক আগে শাহরুখ খানকে যখন প্রশ্ন করা হয়, তার ফোন নম্বর কি? তখন কিছুই লুকোননি তিনি। সকলের সামনেই জানিয়েছিলেন তার ফোন নাম্বার কত। শাহরুখ বলেছিলেন, 5559960321-এই নম্বরেই ফোন করলে পাওয়া যাবে তাকে। তিনি এও বলেছিলেন, মাঝরাতের পর কল করলে নাকি তার সঙ্গে কথা বলা যাবে।
আমরা সকলেই জানি, শাহরুখ খান সংখ্যা তত্ত্বে ভীষণ বিশ্বাসী। অভিনেতার কাছে ৫৫৫, এই তিনটি নম্বর ভীষণ লাকি। এই তিনটি সংখ্যা তিনি গাড়ির নম্বর হোক অথবা ফোন নম্বর সবকিছুতেই ব্যবহার করার চেষ্টা করেন। শাহরুখের দেওয়া নম্বরটির মধ্যে যে ৫৫৫ লুকিয়ে রয়েছে এই ইঙ্গিতও দিয়েছেন তিনি।
আরও পড়ুন : বিশ্বের সবথেকে দামী এই ৯টি জিনিস রয়েছে শাহরুখ খানের কাছে
শাহরুখ খানের বলা নম্বরটি শুনে অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো মজা করছেন। তিনি মজা করেছিলেন ঠিকই, কিন্তু পুরোটা করেননি। যে নম্বরটি তিনি বলেছিলেন তার মধ্যেই লুকিয়ে ছিল তার প্রিয় নম্বর ৫৫৫। এই নম্বরগুলি একটু এদিক ওদিক করলেই পাওয়া যাবে শাহরুখ খানের আসল ফোন নম্বর।
শাহরুখ খানের বলা এই নম্বরটি শুনে অনেকেই চেষ্টা করেছিলেন নম্বর যোগ বিয়োগ করে আসল নম্বর খুঁজে বের করতে। কেউ কেউ নাকি পেরেও ছিলেন শাহরুখ খানের সঙ্গে কথা বলতে। আপনিও যদি হন শাহরুখ খানের কোন ফ্যান, চেষ্টা করে দেখুন না যদি পারেন সঠিক নম্বরটি খুঁজে বের করতে।