বিনোদন জগতের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ চিরকালই। আন্ডারওয়ার্ল্ডের কালো টাকা সাদা হয় এই বিনোদন জগতে এসেই। তবে শুধু টাকার লেনদেন নয় অনেক সময় আন্ডারওয়ার্ল্ডের ডনদের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় ঝলমলে দুনিয়ার নায়িকাদের। কখনো এই প্রেমের সম্পর্ক তৈরি হওয়ায় তারা খ্যাতির শিরোনামে পৌঁছে যায়, কখনো আবার তারা হারিয়ে যায় অভিনয় জগত থেকে। আসুন আলোচনা করে নেওয়া যাক সেই ৭ নায়িকাদের কথা যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর হারিয়ে গেছেন বিনোদন জগত থেকে।
Mamta Kulkarni : ১৯৯৩ সালে অভিনয় জগতে পদার্পণ করেছিলেন মমতা কুলকার্নি। সেই সময় মাফিয়ারাই করত বলিউড নিয়ন্ত্রণ। প্রায়শই বলিউড তারকাদের সঙ্গে দেখা হতো ডনদের। এখানে পরিস্থিতিতে ছোটা রাজনের প্রেমে পড়ে যান মমতা কুলকার্নি। যদিও পরবর্তী সময়ে সেই প্রেম ভেঙে যায় এবং মমতা বিয়ে করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। তবে মমতার কেরিয়ার সেখানেই শেষ হয়ে যায়।
Mandakini : আশি দশকের সবথেকে হট এবং সেক্সি নায়িকা হলেন মন্দাকিনী। ‘রাম তেরি গঙ্গা মেইলি’ সিনেমায় অসাধারন অভিনয় করে রাতারাতি হয়ে যাওয়া মন্দাকিনীর সাথে দাউদ ইব্রাহিমের নাম জরাতেই অভিনেত্রীর কেরিয়ার চিরতরে শেষ হয়ে যায়। পরবর্তীকালে এক সাধুকে বিয়ে করেন মন্দাকিনী। কিছুদিন আগে ছেলের সঙ্গে একটি মিউজিক অ্যালবামে অভিনয় করে বিনোদন জগতে ফিরে এসেছেন মন্দাকিনী।
আরও পড়ুন : একসময় রূপের আগুনে তুলেছিলেন ঝড়, আজ মন্দাকিনীকে দেখলে চমকে যাবেন
Monica Bedi : মনিকা বেদী এবং আবু সালেমের প্রেমের কথা আমরা সকলেই জানি। আবু সালেমের প্রেমে পড়ার পর মনিকা বেদি দেশ ছেড়েছিলেন। শুধু তাই নয়, ধর্ম পরিবর্তনও করেছিলেন তিনি বিয়ে করার জন্য। জাল পাসপোর্ট তৈরি করে পর্তুগালে ঢোকার কারণে জেল হয়ে যায় আবু সালিম এবং মনিকা বেদির। যদিও পরবর্তীকালে ছাড়া পেয়ে যান মনিকা।
Heena Kausar : বিখ্যাত সিনেমা পরিচালক আসিফের মেয়ে হলেন হীনা কওসর। হীনা গ্যাংস্টার ইকবাল মিরচির প্রেমে পড়ে যান এবং তাকে বিয়ে করেন। বিয়ে করার পর অভিনয় জগত থেকে পুরোপুরি বিদায় নিয়ে নেন অভিনেত্রী। ২০১৩ সালে ইকবালের মৃত্যু হওয়া পর্যন্ত স্বামীর পাশে ছিলেন হীনা।
আরও পড়ুন : সুচিত্রা নন, মধুবালাও নয়! এই বাঙালি অভিনেত্রীই ভারতের প্রথম মহিলা সুপারস্টার
Sona Mastan Mirza : মধুবালার প্রেমে পড়েছিলেন গ্যাংস্টার হাজি মস্তান। তবে মধুবালার তরফ থেকে কোন সাড়া না পাওয়ায় মধুবালার মতো দেখতে সোনা মস্তান মির্জাকে বিয়ে করেন গ্যাংস্টার হাজি। গ্যাংস্টারকে বিয়ে করার পর সোনা বিনোদন জগত থেকে বিদায় নিয়ে নেন চিরতরে।
Jasmine Dhunna : জেসমিন ধুনার একজন দুর্দান্ত অভিনেত্রী ছিলেন, কিন্তু তিনি প্রেমে পড়েছিলেন এক গ্যাংস্টারের, আর সেটাই কাল হলো তার। ভিরানা খ্যাত সেই দুর্দান্ত অভিনেত্রী শুধুমাত্র একটি ভুলে নিজের ক্যারিয়ার শেষ করে দেন চিরতরে।
আরও পড়ুন : ‘ভিরানা’ ছবির লাস্যময়ী ‘ভুতনি’ আজ কোথায়? অভিনেত্রীর মর্মান্তিক পরিণতি জানলে শিউরে উঠবেন
আরও পড়ুন : শাহরুখ-রণবীরের থেকেও হ্যান্ডসাম! বলিউড কাঁপাতে আসছে মন্দাকিনীর ছেলে, দেখুন ছবি
Anita Ayoob : পাকিস্তানের অভিনেত্রী অনিতা আয়ুবের প্রেমে পড়েছিলেন দাউদ। শোনা যায় পাকিস্তানের এই অভিনেত্রীর হাত ছিল মুম্বাই হামলাতেও। একবার এক পরিচালক অনিতাকে তার ছবিতে নিতে অস্বীকার করে দেন বলে পরের দিন সেই পরিচালককে গুলি করে মেরে দেওয়া হয়। তবে পরবর্তীকালে দাউদের সঙ্গে অনিতার সেই সম্পর্ক ভেঙে যায়।