ভারতীয় টেলিভিশনের ইতিহাসে অন্যান্য অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম ছিল রামানন্দ সাগরের ‘রামায়ণ’ (Ramayana)। ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি থেকে ১৯৮৮ সালের ৩৩ শে জানুয়ারি পর্যন্ত এই ধারাবাহিকটি দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল। ‘রামায়ণ’-র প্রধান চরিত্রের পাশাপাশি আরো একটি বিখ্যাত চরিত্র ছিল জাম্বুবান। আজ আমরা জানবো রামায়ণের জাম্বুবান, ওরফে শ্রীকান্ত রাজশেখর উপাধ্যায়ের (Shrikant Rajshekhar Upadhyay) কথা।
জাম্বুবান চরিত্রে অভিনেতার ভারী কন্ঠস্বরের কারণেই তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান। ছেলেবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি ভীষণ আগ্রহী ছিলেন। পড়াশুনোর জন্য বেনারসে এলেও তিনি সেখানে রামলীলার গ্রুপে অংশগ্রহণ নিতে শুরু করেন এবং ধীরে ধীরে নিজে নাটক প্রযোজনা করা শুরু করেন। এইভাবে একদিন এক নাটক চলাকালীন রামানন্দ সাগরের ছেলে আনন্দ সাগরের নজরে পড়েন তিনি এবং বিক্রম এবং বেতাল ধারাবাহিকের জন্য তিনি চুক্তিবদ্ধ হন।
আরও পড়ুন : ৩০ বছরে সম্পূর্ণ বদলে গেছে চেহারা, দূরদর্শনের শ্রীকৃষ্ণ আজ কোথায়
‘বিক্রম এবং বেতাল’ ধারাবাহিকের হাত ধরেই রাজশেখর উপাধ্যায়ের ক্যারিয়ার শুরু। বিক্রম বেতালে অসাধারণ অভিনয় তাকে রামায়ণে কাজ করার সুযোগ করে দেয়। প্রথমে বিভীষণের চরিত্রে অভিনয় করার ইচ্ছা পোষণ করেন রাজশেখর, কিন্তু রামানন্দ তাকে যমবন্তের চরিত্রেই অভিনয় করার কথা বলেন। কিন্তু মজার কথা হল, অসাধারণ অভিনয় সত্ত্বেও রাজশেখর উপাধ্যায় শুধুমাত্র নিজের কন্ঠের জন্যই জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
আরও পড়ুন : শেষ বয়সে দেউলিয়া, পাশে ছিল না পরিবার! রামায়ণখ্যাত অভিনেতার পরিণতি হয় খুবই মর্মান্তিক
প্রসঙ্গত, রামানন্দ সাগরের ‘রামায়ণ’ ধারাবাহিকটি আজও আমাদের কাছে এতটাই জনপ্রিয় যে লকডাউনের সময় দর্শকদের অনুরোধে রামায়ণ ধারাবাহিকটি ফের পুনঃ সম্প্রচারিত করা হয়েছিল টেলিভিশনে। রামায়ণে রামের ভূমিকা অভিনয় করেছিলেন অরুণ গোভিল, সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা চিখালিয়া, লক্ষণের ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল লাহিড়ী এবং রাবনের ভূমিকায় অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী।