ক্রিকেট দুনিয়ার ইতিহাসে ঈশ্বর বলতে একজনই রয়েছেন তিনি হলেন শচীন টেন্ডুলকারের (Sachin Tendulkar)। শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের (Sara Tendulkar) সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার শুভমন গিলের সম্পর্কের কথা এখন বেশ চর্চায় রয়েছে। কিন্তু আপনি কি জানেন শচীন কন্যা শুধুমাত্র রূপের দিক থেকে সুন্দরী তা নন, সারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন নিজের ব্যবসা।
শুভমনের সঙ্গে সারার সম্পর্ক নিয়ে এখনো কোনো কথা তিনি না বললেও এই সম্পর্কটি নিয়ে শচীনের যে খুব একটা আপত্তি নেই, তা বেশ বোঝাই যায় তার মুখের অভিব্যক্তি দেখে। এই মুহূর্তে শুভমন যেমন নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত তেমন অন্যদিকে সারাও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন অন্যভাবে। লন্ডনে পড়াশোনা করার ফাঁকেই সারা খুলে ফেলেছেন নিজের ছোট্ট একটি ব্যবসা। জানেন কি সেই ব্যবসা?
২৬ বছর বয়সী সারা বানান কাস্টমাইজড প্ল্যানার। ২০২২ সালের ডিসেম্বর মাসে অর্থাৎ ঠিক এক বছর আগে তিনি নিজের ইনস্টাগ্রামে একটি ছবির মাধ্যমে জানিয়েছিলেন, এই প্রচেষ্টার কথা। সারার বানানো এই কাস্টামাইজড প্ল্যানার যে কেউ কিনতে পারেন। সারার ইনস্টাগ্রাম বায়োতে দেওয়া লিংকে ক্লিক করেই এই প্ল্যানার সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশন পেতে পারেন আপনিও। জানেন শচীন কন্যা সারার তৈরি এই প্ল্যানারটির দাম কত?
সারার তৈরি এই প্ল্যানারটির দাম ছিল ২৪৯৯ টাকা। পরবর্তী সময়ে এই দাম কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। সাদা এবং কালো এই দুই রঙের প্ল্যানার বানিয়েছেন সারা। কিন্তু এমন কি বিশেষত্ব রয়েছে এই প্ল্যানারটিতে? কেন আপনি প্রায় ২৫০০ টাকা দিয়ে এই জিনিসটি কিনবেন?
এই প্ল্যানারটির বৈশিষ্ট্য হলো এর মাত্রা: 7″ x 8.2″ x 1″। এর ওজন 600g । কাগজের বৈশিষ্ট্য হলো 100 GSM। এটি তৈরি করতে সোনার ফয়েলিং অ্যাকসেন্ট ব্যবহার করা হয়েছে। বাঁধাই করার জন্য ব্যবহার করা হয়েছে সোনার তার। রয়েছে ফোক্স ক্রোক টেক্সচারযুক্ত হার্ডবাউন্ড কভার ও রঙিন মাসিক ট্যাব। কি কি রয়েছে এই প্ল্যানারের মধ্যে?
আরও পড়ুন : কেমন দেখতে শুভমন গিলের শ্বশুরবাড়ি? ঘুরে দেখুন শচীন তেন্ডুলকারের বাড়ির অন্দরমহল
আরও পড়ুন : এত কম বয়সে এত টাকা! কত টাকার মালিক শচীনের জামাই শুভমান গিল?
আপনি এই প্ল্যানারের মধ্যে পেয়ে যাবেন সারার পক্ষ থেকে একটি নোট। এক নজরে দেখতে পাবেন ২০২৩ এবং ২০২৪। ১২ টি রঙিন পৃষ্ঠা পেয়ে যাবেন আপনি। পেয়ে যাবেন মাসিক এবং দৈনিক ক্যালেন্ডার। বার্ষিক এবং মাসিক লক্ষ্য পরিকল্পনা পূর্ণ করার স্থান পাবেন আপনি। পাবেন সাপ্তাহিক খাবার পরিকল্পনাকারী অর্থাৎ ডায়েট চার্ট, মাসিক অভ্যাস ট্র্যাকার এবং মাসিক প্রতিফলন।