গত নভেম্বর মাসের একেবারে শেষ লগ্নে বিয়ের পিঁড়িতে বসেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলার পরমব্রত চ্যাটার্জী (Parambrata Chatterjee)। পাত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) আদতে প্রখ্যাত গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। এই বিয়েকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তাতে কার্যত কান পাতা দায়। এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বা সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলেননি নবদম্পতি। তবে এবার অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন পরমব্রত।
দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একে অপরকে ভালোবেসে সারাজীবন একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। শুরু করেছেন নতুন জীবন। অথচ তাতেই সোশ্যাল মিডিয়াতে চরম কটাক্ষের বন্যা বয়ে যাচ্ছে। পরমব্রতকেই অনুপম এবং পিয়ার সংসার ভাঙার কারণ হিসেবে দায়ী করা হয়েছে বারবার। যদিও সেটা পরম-পিয়া গ্রাহ্য করেননি। বিয়ের পর সদ্য হানিমুনও সেরে আসেন তারা। তবে তাদের নিয়ে সমালোচনার অন্ত নেই।
সোশ্যাল মিডিয়াতে যেভাবে তাদের বিয়ে নিয়ে সমালোচনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে সম্প্রতি পরমব্রত হেসে উত্তর দিয়েছেন, “আমরা জানতাম এটা হবে সমাজ মাধ্যমে এখন প্রত্যেকেই তাদের অবদমিত রাগ, হতাশা এবং বিচার বিশ্লেষণ প্রকাশ করেন।” সেই সঙ্গে তিনি আরো বলেছেন, “আমি এতদিন পর বিয়ে করলাম সেটা নিয়ে তো নানাজনের নানা বক্তব্য থাকবেই! আজকাল গর্ভবতী মহিলার ছবি পোস্ট করলেও মানুষ ছাড়ে না।”
সবশেষে পিয়াকে নিয়ে বলতে গিয়ে পরমব্রত বলেছেন, “আমি এমন একজনকে বিয়ে করেছি যে আর আগে একটা বিয়ে ছিল। তাই সব মিলিয়ে এটা যে হবে সেটা জানাই ছিল”। তারকাদের আসলে ট্রোলিংকে সঙ্গী করে নিয়েই চলতে হয়। তাই ট্রোলিং বলতে গেলে পরমব্রতর গা সওয়া হয়ে গিয়েছে। তিনি তার বক্তব্যে রাজ-শুভশ্রী, সৃজিত-মিথিলার কথাও উল্লেখ করেছেন।
ট্রোলিং গায়ে মাখেন না বলেই পিয়াকে নিয়ে মাঝে কিছুদিন শহর এবং দেশ থেকে দূরে গিয়ে আয়ারল্যান্ডে সময় কাটিয়ে এসেছেন পরমব্রত। মাঝের এই কয়েকটা দিন বাদে কলকাতাতে ফিরে এসেই আবার আগের মত কাজের মধ্যে ডুবে গিয়েছেন তিনি। বিয়ের পর কতটা বদলালো তার জীবন? তারও উত্তর দিয়েছেন পরমব্রত।
আরও পড়ুন : ‘ঠাস করে চড় মারতে ইচ্ছে হয়’! পরম-পিয়ার বিয়ে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা মুখার্জী
আরও পড়ুন : হানিমুন কাটিয়ে দু’প্রান্তে পরম-প্রিয়া, নতুন বউকে ছেড়ে স্বস্তিকার কাছে পরমব্রত
পরমের কথায়, “বিয়ের পর মানুষের জীবন তো অবশ্যই বদলায়। এত তাড়াতাড়ি হয়ত বদলটা বুঝতে পারবো না। আর কয়েকটা মাস গেলে বোধহয় বদলটা বুঝতে সময় লাগবে।” উল্লেখ্য, শীঘ্রই সৃজিতের পরিচালনায় স্বস্তিকা মুখার্জির সঙ্গে নতুন একটি ছবিতে অভিনয় করবেন পরমব্রত। এই ছবিতে সংগীত পরিচালনার দায়িত্ব রয়েছেন পিয়ার প্রাক্তন অনুপম রায়।
আরও পড়ুন : ‘বন্ধুর বউ চুরি’ করে বিয়ে! অনুপমের পাশে দাঁড়িয়ে পরমব্রতকে ধুয়ে দিলেন চিরঞ্জিত চক্রবর্তী